দেবের করজোড়ে ছবি পোস্ট, 'আশীর্বাদ' করলেন রুক্মিণী মৈত্র
অভিনেত্রীর এই কমেন্টেই শুধুমাত্র রিঅ্যাকশন পড়েছে ৪০০-এর উপর। তাঁদের সোশ্যাল মিডিয়ার খুনসুটিতে মজা পেয়েছেন অনুরাগীরাও।
কলকাতা: ২০২১ সালের পুজোর মরসুমে একের পর এক ছবি মুক্তি পেল টলি তারকা দেবের। ১০ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দেব অভিনীত 'গোলন্দাজ'। অন্যদিকে আজই টেলিভিশনের পর্দায় মুক্তি পেয়েছে দেব প্রযোজিত 'হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী'। শুভ পঞ্চমীর সকালে দুই ছবি মুক্তির প্রাক্কালে প্রাণভরে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন সুপারস্টার। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন করজোড়ে প্রার্থনা করছেন এমন একটি ছবি।
View this post on Instagram
ছবির কমেন্টে স্বভাবতই অনুরাগীদের শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। তবে অজস্র মন্তব্যের মধ্যেও নজরে পড়বে বিশেষ একজনের মজার কমেন্ট। দেবের করজোড়ে প্রণামের ছবিতে কমেন্ট করলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তিনি লেখেন, 'ঠিক আছে। আশীর্বাদ করছি।' এই মন্তব্যের মজার রিপ্লাই দিতেও ভোলেননি অভিনেতা। কমেন্টের তলায় রুক্মিণীকে ট্যাগ করে দেব লেখেন, 'ধন্যবাদ মাতাজী।'
অভিনেত্রীর এই কমেন্টেই শুধুমাত্র রিঅ্যাকশন পড়েছে ৪০০-এর উপর। তাঁদের সোশ্যাল মিডিয়ার খুনসুটিতে মজা পেয়েছেন অনুরাগীরাও। ইতিমধ্যেই দেবের ছবি 'গোলন্দাজ' বেশ প্রসংশিত হচ্ছে নেট মহলে। ফিল্ম সমালোচকরাও বেশ পছন্দ করেছেন অভিনেতার কাজ। এখন বক্স অফিসে সেই ছবি কেমন সাফল্য আনে সেটাই দেখার।
আরও পড়ুন: 'পাশে থাকার জন্য ধন্যবাদ', বৈশালী দেশমুখের জন্মদিনে আবেগঘন পোস্ট পুত্রবধূ জেনেলিয়া ডি'সুজার