Movie Releases Of The Week: দেবের 'ব্যোমকেশ', সানির 'গদর ২', অক্ষয়ের 'OMG 2', চলতি সপ্তাহে বক্স অফিসে লড়াই একাধিক বিগ বাজেট ছবির
Big Budget Movies: এই সপ্তাহে অর্থাৎ ১১ অগাস্ট, শুক্রবার, একগুচ্ছ বিগ বাজেট ছবির মুক্তি হতে চলেছে। তার মধ্যে যেমন রয়েছে হিন্দি ছবি ও রয়েছে বাংলা ছবিও। কী কী সেগুলি? লড়াইয়ে এগিয়ে কে?
কলকাতা: করোনা অতিমারীর খরা কাটিয়ে বহুদিনই হলমুখী হয়েছেন দর্শক। প্রায় প্রত্যেক সপ্তাহেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি। নিজেদের মনোরঞ্জন করতে দর্শকও ভিড় করছেন প্রেক্ষাগৃহে (Movie Theaters)। তবে এই সপ্তাহে অর্থাৎ ১১ অগাস্ট, শুক্রবার, একগুচ্ছ বিগ বাজেট ছবির (Big Budget Release) মুক্তি হতে চলেছে। তার মধ্যে যেমন রয়েছে হিন্দি ছবি (Hindi Films) ও রয়েছে বাংলা ছবিও (Bengali Films)। কী কী সেগুলি? বক্স অফিসের লড়াইয়ে কে থাকবে এগিয়ে?
১১ অগাস্ট মুক্তির অপেক্ষায় দেবের 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh O Durgo Rahashya)
প্রথমেই আসা যাক বাংলা ছবির কথায়। এই সপ্তাহে মুক্তি পেতে চলেছে বিরসা দাশগুপ্ত পরিচালিত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে তারকা অভিনেতা দেবকে। এই কথা ঘোষণার সঙ্গে সঙ্গে দর্শকের একাংশ যেমন সমালোচনা করে এই সিদ্ধান্তের, তেমনই একাংশ দেবের পাশেও দাঁড়ায়। প্রসঙ্গত, ছবির ট্রেলার মুক্তির পরে নির্মাতাদের পাশাপাশি দর্শকদের একটা বড় অংশ আশাবাদী যে দেবকে এই চরিত্রে ভাল মানিয়েছে। অজিতের ভূমিকায় দেখা যাবে অম্বরীশ ভট্টাচার্য্যকে। অন্যদিকে সত্যবতীর ভূমিকায় অভিনয় করবেন রুক্মিণী মৈত্র। প্রথম লুক থেকে ট্রেলার, সবেতেই নজর কেড়েছে ছবির প্রত্যেক চরিত্র। বড়পর্দায় ব্যোমকেশ রূপে দেবকে দেখার জন্য মুখিয়ে বাঙালি দর্শক।
একইদিনে মুক্তি পাচ্ছে বাংলা ছবি 'চিনি ২' (Cheeni 2)
ফের বড়পর্দায় দেখা যাবে মধুমিতা সরকার ও অপরাজিতা আঢ্যের ম্যাজিক। ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পায় 'চিনি'। মৈনাক ভৌমিক পরিচালিত এই ছবির মা-মেয়ে জুটিকে বেশ পছন্দ করেছিলেন দর্শক। এবার আসছে সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ, 'চিনি ২'। তবে এবার আর মা মেয়ের চরিত্রে দেখা যাবে না মধুমিতা ও অপরাজিতাকে। পারিবারিক ড্রামা, একে অপরের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েন, ইতিবাচকতা, বাস্তবতা, এই সবকিছুই মানুষকে 'চিনি'র প্রতি আকৃষ্ট করেছিল। এবারও সেই একই ফ্লেভার ফুটিয়ে তুলবেন মৈনাক ভৌমিক। অপরাজিতার স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakrabarti)। এছাড়াও দেখা যাবে 'প্রেম টেম' খ্যাত নায়ক সৌম্য মুখোপাধ্যায়কে (Soumyo Mukherjee)।
চলতি সপ্তাহে মুক্তি পাবে সানি-আমিশার 'গদর ২' (Gadar 2)
২২ বছর বাদে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর: এক প্রেম কথা'র সিক্যুয়েল 'গদর ২'। সানি দেওল আর আমিশা পটেলের ছেলের চরিত্রে যাঁকে দেখা গিয়েছিল, সেই ছোট্ট চরণজিৎ, মানে উৎকর্ষ শর্মাই এই ছবিতেও তাঁদের ছেলের চরিত্রে রয়েছেন। 'গদর ২'-এর হাত ধরেই বলিউডে আত্মপ্রকাশ করছেন সিমরত কৌর। ভিলেনের চরিত্রে দেখা যাবে মণীষ বাধবাকে। ২০০১ সালের ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল, সেই ছবির স্মৃতি এখনও দর্শকের মনেও টাটকা। ফলে বিগ বাজেট ছবি 'গদর ২' নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে, তার ঝলক মিলেছে ছবির টিকিটের অগ্রিম বুকিংয়ের সংখ্যাতেও।
১১ অগাস্ট প্রেক্ষাগৃহে আসছে অক্ষয়ের 'ওহ মাই গড ২' (Oh My God 2)
২০১২ সালে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও পরেশ রাওয়াল অভিনীত 'ওহ মাই গড'। সেই সময়ে ৬০ কোটি টাকা বাজেটের ছবি বক্স অফিসে আয় করেছিল প্রায় ১৯৩ কোটি টাকার। বিপুল সাড়া ফেলেছিল ছবিটি। সেই ছবিতে কৃষ্ণের অবতার রূপে দেখা গিয়েছিল অক্ষয়কে। এবার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি 'ওহ্ মাই গড ২' আসতে চলেছে। ছবির ঘোষণার সময় থেকেই বাড়তি উত্তেজনা তৈরি করে 'ওএমজি ২'। করোনার কারণে পিছিয়ে যায় মুক্তির তারিখও। এই ছবিতে মহাদেব হয়েছে অক্ষয়, ট্রেলার দেখে আন্দাজ তেমনই। সেই কারণে বিপুল সমালোচিতও হতে হয়েছে অভিনেতা ও নির্মাতাদের। তার প্রভাব বক্স অফিসে পড়ে কি না সেটা বোঝা যাবে ১১ অগাস্ট থেকে।
আরও পড়ুন: Kori Diye Kinlam: সবকিছু কি কড়ি দিয়ে কেনা যায়? জমাটি আড্ডায় উত্তর খুঁজলেন অর্কজা-অর্ণব-সুশ্রিতা
একেবারে ভিন্ন ধরনের দুটি বাংলা, দুটি হিন্দি, মোট চারটি ছবি একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। কোন ছবি এগিয়ে থাকবে, কোন ছবি টানবে দর্শককে, তা বলবে সময়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন