Dev to Prosenjit: করোনা পজিটিভ প্রসেনজিৎ, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন দেব?
Dev to Prosenjit: করোনা পজিটিভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেই খবর দিলেন অভিনেতা। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি।
কলকাতা: করোনা পজিটিভ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সেই খবর দিলেন অভিনেতা। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। আর প্রসেনজিতের আক্রান্ত হওয়ার ট্যুইটটি রিট্যুইট করে মজার কমেন্ট করলেন দেব।
সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ লিখেছেন, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আমি আপাতত নিজের বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব।' প্রসেনজিতের এই পোস্টে তাঁর সুস্থতা কামনা করেছেন টলিউডের প্রায় প্রত্যেক তারকারাই।
প্রসেনজিতের এই ট্যুইটের কমেন্টে মজার মন্তব্য করেন দেব (Dev)। তিনি লেখেন, 'আমাদের ক্লাবে আপনাকে স্বাগত দাদা।' প্রসঙ্গত সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন দেব। করোনা আক্রান্ত হয়েছিলেন রুক্মিণী মৈত্রও। ৪ দিনের মাথাতেই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে দেবের। কিন্তু সুরক্ষার জন্য আরও কয়েকটা দিন নিভৃতবাসেই থাকতে চাইছেন দেব।
ইতিমধ্যেই টলিউডে করোনা থাবা পড়েছে। একে একে সংক্রমিত হয়েছেন বহু অভিনেতা অভিনেত্রী। করোনা আক্রান্ত স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই খবর দিলেন অভিনেত্রী। তবে খানিক মজার ঢঙে পোস্ট করলেন। তবে স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেননি অভিনেত্রী।
আরও পড়ুন: 'প্রিয় বন্ধু'র সঙ্গে সময় কাটাচ্ছেন সোনু সুদ, আলাপও করিয়ে দিলেন
এদিন নিজের ইনস্টাগ্রামে স্বস্তিকা একটি পোস্ট করেন। তাতে লেখা ছিল, 'শুনছিলাম এবারেও যাদের হচ্ছে না তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচি লিস্টে নেই।' প্রসঙ্গত করোনার তৃতীয় ঢেউয়ে সংক্রমিতের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ঠাট্টা করেই লিখছেন এই ঢেউ করোনার থাবা থেকে কারও বাঁচা একেবারে অসম্ভব। সেই মজা মাথায় রেখেই পোস্ট অভিনেত্রীর।
করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে রয়েছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। নিজের বাড়িতেই আলাদা ঘরে রয়েছেন তিনি। তাঁর পরিবারের এখনও কেউ আক্রান্ত নয়। একরত্তি আদিদেব রয়েছে মাকে ছাড়া। আজই সোশ্য়াল মিডিয়ায় পুরনো ছবি শেয়ার করে আবেগে ভাসলেন সুদীপা।