Devi Chowdhurani: বাংলার বুকেই 'দেবী চৌধুরাণী'-র শ্যুটিং, ভবানী পাঠককে ফুটিয়ে তুলতে বিশেষ প্রস্তুতি প্রসেনজিতের
Prosenjit Chatterjee: কেবল প্রসেনজিৎ নন, এই ছবির নামভূমিকাতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। সুতরাং তাঁর দায়িত্বও বিশাল বৈকি।
কলকাতা: শ্যুটিং শুরু হতে এখনও বিস্তর সময় রয়েছে। তবে বিশাল ক্যানভাসের গল্পকে রুপোলি পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। সেই কারণেই তোড়জোড় চলছে জোরকদমে। মুম্বই থেকে কলকাতা.. আলোচনা, প্রস্তুতি চলছে। এবিপি লাইভের (ABP Live) সঙ্গে সেই প্রস্তুতির টুকরো ছবি ভাগ করে নিলেন 'দেবী চৌধুরাণী' (Devi Chowdhurani)-র পরিচালক শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra)।
বিভিন্ন ছবি ও ওয়ের সিরিজ সংক্রান্ত কাজে হামেশাই এখন মুম্বইয়ে আসা যাওয়া লেগেই রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। আর তার ফাঁকেই 'দেবী চৌধুরাণী' নিয়ে পরিচালক ও ছবির অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল (Shyam Kaushal)-এর সঙ্গে দফায় দফায় আলোচনা সেরে নিচ্ছেন বুম্বাদা ওরফে পর্দার ভবানী পাঠক। শুভ্রজিৎ বলছেন, 'দীর্ঘদিন পরে এত অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে বুম্বাদাকে। মুম্বইতে অনেকটা সময়েই ওঁর সঙ্গে কাটিয়েছি। ওঁর সুবিধা-অসুবিধাগুলোও পরিচালক হিসেবে জেনে রাখা জরুরি। শুধু তাই নয়, ওঁর যে অভিজ্ঞতা আছে, তাও আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন বুম্বাদা। অন্যদিকে, একাধিক বড় ছবির অ্যাকশন পরিচালকের কাজ করেছেন শ্যামজী। ওঁর অভিজ্ঞতাও আমাদের ভীষণ কাজে লাগছে। বুম্বাদাকে বিশেষ প্রস্তুতি নিতে হবে এই ছবিটার জন্য। ইতিহাসভিত্তিক এমন ঢাল-তলোয়ার নিয়ে যুদ্ধের দৃশ্য বাংলার পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য দীর্ঘ ভাবনা, প্রস্তুতির প্রয়োজন তো বটেই। আমাদের স্টোরি বোর্ডিংয়ের কাজও চলছে। আর সেই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন 'পাঠান' বা 'পোনিয়িন সেলভান'-এর মতো ছবির সঙ্গে যুক্ত শিল্পীরা।'
কেবল প্রসেনজিৎ নন, এই ছবির নামভূমিকাতে দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee)। সুতরাং তাঁর দায়িত্বও বিশাল বৈকি। পরিচালক বলছেন, 'ছবির অন্যান্যরা মুম্বইতে নেই বলে যে ছবির আলোচনার বাইরে তা একেবারেই নন। নিয়মিত শ্রাবন্তী, অর্জুন (Arjun Chakraborty), দর্শনা (Darshana Banik) আর বিবৃতি (Bibriti Chatterjee)-র সঙ্গে কথা হচ্ছে। ওদের যেমন প্রস্তুতির কথা বলছি, তেমন ওদের কোনও ভাবনা থাকলে সেটাও শুনছি। আমি বিশ্বাস করি, প্রত্যেক শিল্পীই একটা ছবির জন্য সমান গুরুত্বপূর্ণ। শ্রাবন্তীর সামনে কিছু ছবির কাজ রয়েছে। রয়েছে নতুন ছবি মুক্তিও। সেগুলো শেষ হলেই ও পুরোদমে এই কাজটার জন্য প্রস্তুতি নেবে।'
এখনও চলছে ছবির প্রি প্রোডাকশনের কাজ। পুরুলিয়া ও বোলপুরের বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং হওয়ার কথা। চরিত্রদের ফুটিয়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে শিল্পীদের জন্য।