Devlina Kumar Birthday: স্ত্রীয়ের জন্মদিনে বিশেষ পোস্ট গৌরব চট্টোপাধ্যায়ের, কী বললেন দেবলীনা?
Devlina Kumar Birthday: দিন তিনেক পরেই বিয়ের এক বছর পূর্ণ করবেন দেবলীনা ও গৌরব । গত বছর ৯ ডিসেম্বর চারহাত এক হয়েছিল উত্তমকুমারের পৌত্র গৌরব ও রাজনীতিক দেবাশিস কুমারের কন্যা দেবলীনার।

কলকাতা: আজ টলিউড অভিনেত্রী দেবলীনা কুমারের (Devlina Kumar) জন্মদিন। আর স্ত্রীয়ের জন্মদিনে বিশেষ একটা পোস্ট সোশ্যাল মিডিয়ায় থাকবে তাও হয় না কি? ইনস্টাগ্রামে দেবলীনার সঙ্গে নিজের বেশ কিছু ছবি পোস্ট করলেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee)।
৬ ডিসেম্বর, দেবলীনা কুমারের জন্মদিন। নিজেদের ঘুরতে যাওয়ার, একসঙ্গে খেতে যাওয়ার একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিনেতা। শেষের দিকে স্ত্রীয়ের কিছু সিঙ্গল ছবিও বেশ নজর কাড়া। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন 'শুভ জন্মদিন, ডার্লিং।'
View this post on Instagram
অভিনেতার পোস্টে কমেন্টে ধন্যবাদ জানিয়েছেন দেবলীনাও। একইসঙ্গে একাধিক তারকা সেখানে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। ঊষসী রায়ও শুভেচ্ছা জানিয়েছেন গৌরবকে।
আরও পড়ুন: Rituparna Sengupta: ছবি শেয়ার করে 'চিরদিনের ভালোবাসা'র সঙ্গে পরিচয় করালেন ঋতুপর্ণা সেনগুপ্ত
আর ঠিক দিন তিনেক পরেই বিয়ের এক বছর পূর্ণ করবেন দেবলীনা ও গৌরব । গত বছর ৯ ডিসেম্বর চারহাত এক হয়েছিল উত্তমকুমারের পৌত্র গৌরব ও রাজনীতিক দেবাশিস কুমারের কন্যা দেবলীনার। তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে রূপকথার জাল বুনেছেন তারকা দম্পতি। একসঙ্গে ফিটনেস গোল অ্যাচিভ করা থেকে সাইকেল-সফর , তারকা দম্পতির প্রেমের উত্তাপ টের পেয়েছেন প্রত্যেকেই।






















