সপ্তাহান্তে বিগ বসের বাড়িতে অতিথি হয়ে আসছেন দেবলীনা - রেশমি
সপ্তাহান্তে 'বিগ বস ওটিটি'-তে নতুন চমক। অতিথিই হিসাবে বিগ বসের ঘরে আসছেন প্রাক্তন দুই বিগ বস তারকা। রেশমি দেশাই ও দেবলীনা ভট্টাচার্য
মুম্বই: সপ্তাহান্তে 'বিগ বস ওটিটি'-তে নতুন চমক। অতিথিই হিসাবে বিগ বসের ঘরে আসছেন প্রাক্তন দুই বিগ বস তারকা। রেশমি দেশাই ও দেবলীনা ভট্টাচার্য। বিগ বসের ঘরে ঢুকে প্রতিযোগীদের সঙ্গে আলাপ জমাবেন, বিভিন্ন খেলা খেলবেন। 'বিগ বস ১৩'-তে এই দুই প্রতিযোগীকে খেলায় অংশগ্রহণ করতে দেখেছিলেন দর্শক। বর্তমান বিগ বসে শমিতা শেট্টি ও নেহা ভাসিনের বন্ধুত্ব দর্শকদের মনে করিয়ে দেয় রেশমি দেশাই ও দেবলীনা ভট্টাচার্যর বন্ধুত্বের কথা।
সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী শমিতা শেট্টি, বিগ বস ওটিটির মঞ্চে। তাঁর হাউসমেট নেহা ভাসিনের সঙ্গে আবেগপূর্ণ কথোপকথনে তিনি জানান, তাঁর প্রথম প্রেমিককে তিনি হারিয়েছেন। শমিতা শেট্টি জানান, একটি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর প্রেমিকের। যদিও কোনও নাম নেননি শমিতা। সম্প্রতি নিজেদের সোশাল পেজে একটি ভিডিও পোস্ট করে 'ভুট' (Voot)। সেখানে দেখা যায় শমিতা শেট্টি প্রচণ্ড কান্নাকাটি করছেন, এবং নিজের মনের কথা খুলে বলছেন বন্ধু নেহা ভাসিনকে। বিগ বসের বাড়িতে তাঁর সঙ্গে অপর প্রতিযোগী রাকেশ বাপাতের সঙ্গে তাঁর সম্পর্কের ব্যাপারে বলতে গিয়ে এই কথা জানান শমিতা শেট্টি।
ঠিক এভাবেই 'বিগ বস ১৩'-এ একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নিতেন রেশমি ও দেবলীনা। তাঁদের বন্ধুত্ব এতটাই গাঢ় ছিল যে দুজনে দুটো অন্য টিমে থাকা সত্ত্বেও একে অন্যকে সাহায্য করেছেন তাঁরা। প্রাক্তন দুই বন্ধু প্রতিযোগী এবার বিগ বসের বাড়িতে আসছেন বর্তমান দুই বন্ধু প্রতিযোগী ও অন্যান্যদের সঙ্গে আলাপ জমাতে। অন্যদিকে সিদ্ধার্থের সঙ্গে রেশমির নরম গরম সম্পর্কের কথা মনে আছে সকলেরই।
অন্যদিকে, শমিতা শেট্টি ও রাকেশ বাপাতের সম্পর্ক এখন সেইভাবে ঠিক চলছে না। প্রেমে আঘাত পাওয়ার ব্যাপারে বলতে গিয়ে নেহা ভাসিনকে শমিতা শেট্টি জানান, 'ঠিক এই কারণে এতদিন ধরে আমি আমার জীবনে কাউকে আসতে দিইনি। কারণ এইসবের জন্য আমার নিজেকে সামলাতে অনেকটা সময় লাগে...নিজেকে সংযত করে অন্য কারও হাতে নিজেকে তুলে দেওয়ার থেকে আমি নিজের খেয়াল নিজেই রাখি। আমি নিজের মতোই ভাল আছি।'
বিগ বসের সাম্প্রতিক প্রোমোতে শমিতা ও রাকেশের একে অন্যকে দোষারোপের ঝলক দেখতে পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে শমিতা শেট্টি একটা টাস্ক করতে গিয়ে আঘাত পেয়েছেন, এবং সেখানেই তাঁদের বাগবিতণ্ডা শুরু হয়েছে।