Nayanthara and Dhanush: একে অপরকে ক্রমাগত আক্রমণ, এবার নয়নতারা ও ভিগ্নেশকে আইনি নোটিশ পাঠালেন ধনুষ
Nayanthara and Vignesh Shrivan: একাধিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর হিসেবে জানা যাচ্ছে, ধনুষ নাকি সমন পাঠিয়েছেন নয়নতারা ও ভিগ্নেশকে। ইতিমধ্যেই তাঁদের কাছে পৌঁছে গিয়েছে এই সমন
কলকাতা: সমস্যার শুরু একটি ছোট্ট ক্লিপিংস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নিয়ে। সেই সময়েই দেওয়া হয়েছিল আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি। আর এবার, সত্যি সত্যিই 'লেডি সুপারস্টার' নয়নতারা ও তাঁর স্বামী ভিগ্নেশ শিবানের বিরুদ্ধে মামলা ঠুকলেন ধনুষ। অভিযোগ, বিনা অনুমতিতে ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারি টেল’ তথ্যচিত্রে অভিনেত্রী ‘নানুম রাউডি ধান’-এর ছোট্ট অংশ ব্যবহার করেছেন। সেই ছবিতে তিনি অভিনয় করলেও প্রযোজক ধনুষ। অভিযোগ, প্রযোজকের অনুমতি না নিয়েই ব্যবহার করা হয়েছে এই ক্লিপিংসটি।
একাধিক সংবাদমাধ্যম সূত্রে পাওয়া খবর হিসেবে জানা যাচ্ছে, ধনুষ নাকি সমন পাঠিয়েছেন নয়নতারা ও ভিগ্নেশকে। ইতিমধ্যেই তাঁদের কাছে পৌঁছে গিয়েছে এই সমন। তবে এখনও নিজের তরফ থেকে কোনও বার্তা দেননি নয়নতারা ও ভিগ্নেশ। প্রসঙ্গত, এই তথ্যচিত্রে মূলত প্রাধান্য পেয়েছে নয়নতারার প্রেম ও বিয়ে। এই তথ্যচিত্রের জন্য অপেক্ষা করে ছিলেন অনেকেই। অপেক্ষা করে ছিলেন খোদ নয়নতারাও। তাই মুক্তির দিন প্রকাশ্যে আসার পরেই তিনি কিছুটা আবেগপ্রবণ হয়ে ব্যবহার করে ফেলেছিলেন একটি ছোট্ট ক্লিপিংস। আর সেখানেই সমস্যা বেঁধেছে।
‘নানুম রাউডি ধান’ ছবির তিন সেকেন্ডের একটি দৃশ্য দেখানো হয়েছে নয়নতারাকে নিয়ে তৈরি তথ্যচিত্র নয়নতারা-বিয়ন্ড দ্য ফেয়ারিটেল-এ। ১৮ নভেম্বর অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix)-এ ওই তথ্যচিত্রটি মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু ছবির ওই দৃশ্য কেন দেখানো হল, সেই নিয়েই প্রশ্ন তুলে আইনি পদক্ষেপ করেছেন ধনুষ। স্বত্ববাবদ ১০ কোটি টাকা দাবি করে নোটিস ধরিয়েছেন। (Nayanthara: Beyond The Fairy Tale)। ‘নানুম রাউডি ধান’ (Naanum Rowdy Dhaan) ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। মুখ্য ভূমিকায় ছিলেন নয়নতারা খোদ। ছবির প্রযোজক ছিলেন ধনুষ। সেই ক্ষমতা প্রয়োগ করেই ধনুষ স্বত্ববাবদ মোটা টাকা দাবি করেছেন। আর সেই আইনি নোটিস পেয়েই ফুঁসে উঠেছেন নয়নতারা। সরাসরি খোলা চিঠি লিখেছেন ধনুষের উদ্দেশে। ধনুষের আসল চরিত্র সামনে চলে এসেছে বলে মন্তব্য করেছেন তিনি।
ক্ষুব্ধ নয়নতারার দাবি, ছবির প্রচারের সময় ধনুষ নিজের প্রকৃত রূপ অনেকটাই লুকিয়ে রাখেন। সহজ-সরল অনুরাগীদের সামনে যে টুকু তুলে ধরেন সেটা প্রকৃত ধনুষ নন। আইনি বার্তাই তার প্রমাণ। তবে নয়নতারার চিঠির কোনও পাল্টা বার্তা দেননি ধনুষ। তবে আইনি নোটিশের কোনও জবাব নয়নতারার পক্ষ থেকে এসেছেন কি না তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: Drashti Dhami: মেয়ের জন্মের এক মাসের মধ্যেই একরত্তির ছবি ও নাম প্রকাশ্যে আনলেন দৃষ্টি ধামি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।