'Dhoka Round D Corner': আসছে 'ধোকা রাউন্ড ডি কর্নার', প্রকাশ্যে ছবির প্রথম ঝলক
'Dhoka Round D Corner' First Visual Out: শহুরে দম্পতির একদিনের জীবনের উপর ভিত্তি করে, নানা ওঠাপড়া নিয়ে পূর্ণ এই সাসপেন্স ড্রামা ছবিটিতে সমস্ত চরিত্রের ধূসর ছায়া দেখা যাবে।
নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় 'ধোকা রাউন্ড ডি কর্নার' (Dhoka Round D Corner)। ছবির নির্মাতারা একটি অ্যানিমেটেড (Animated Video) ভিডিও-সহ ছবির মুক্তির তারিখ (Release Date) ঘোষণা করলেন। প্রতিশ্রুতি দিলেন দর্শকদের এক সন্দেহজনক যাত্রায় নিয়ে যাওয়ার। প্রকাশ্যে এল ছবির প্রথম কিছু ঝলক।
কবে মুক্তি পাচ্ছে 'ধোকা রাউন্ড ডি কর্নার'?
'ধোকা রাউন্ড ডি কর্নার' ছবিতে অভিনয় করেছেন আর. মাধবন, অপারশক্তি খুরানা, দর্শন কুমার ও খুশালি কুমারকে। কুকি গুলাটি পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।
বহু প্রতীক্ষিত এই ছবির প্রথম টিজার এরমধ্যেই নজর কেড়েছে। সাসপেন্স ঘরানার এই ছবিতে জঙ্গির ভূমিকায় দেখা যাবে অপারশক্তিকে। এই ছবির হাত ধরেই খুশালি কুমার বলিউডে পা রাখছেন।
নির্মাতাদের দ্বারা প্রকাশিত এই ভিডিওটি দর্শকের উত্তেজনা বাড়িয়েছে। মনে করা হচ্ছে এই ছবিটি শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের আগ্রহ বজায় রাখবে। শহুরে দম্পতির একদিনের জীবনের উপর ভিত্তি করে, নানা ওঠাপড়া নিয়ে পূর্ণ এই সাসপেন্স ড্রামা ছবিটিতে সমস্ত চরিত্রের ধূসর ছায়া দেখা যাবে। একদিনে কীরকমভাবে কোনও মানুষের জীবন বদলে যেতে পারে তা দেখা যাবে। একের পর এক রহস্যে দর্শক ভাবতে শুরু করবেন কোনটি সত্য এবং কোনটি মিথ্যা!
View this post on Instagram
গুলশন কুমার এবং 'টি-সিরিজ ফিল্মস প্রোডাকশন' এই ছবি উপস্থাপন করছেন। ভূষণ কুমার, কৃষাণ কুমার, ধর্মেন্দ্র শর্মা এবং বিক্রান্ত শর্মা প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন কুকি গুলাটি। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৩ সেপ্টেম্বর।
আরও পড়ুন: Aparshakti Khurana: এবার নয়া অবতারে অপারশক্তি খুরানা, জঙ্গির চরিত্রে আসবেন বড়পর্দায়