এক্সপ্লোর
ধোনির মেয়ে জিভার প্রশংসায় অনুপম খের, বললেন, ও খুবই বুদ্ধিমতী

রাঁচি: ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির বাড়িতে গেলেন বলিউডের বিশিষ্ট অভিনেতা অনুপম খের। রাঁচির বাড়িতে গিয়ে ধোনির মেয়ে জিভাকে দেখে মুগ্ধ অনুপম। তিনি বলেছেন, ও খুবই বুদ্ধিমতী। আর ওকে দেখলে মন ভালো হয়ে যায়। আগামী সিনেমা রাঁচি ডায়েরিজ-এর প্রচারে রাঁচি গিয়েছিলেন অনুপম। সেই সময়ই রাঁচিতে ধোনির বাড়িতে যান তিনি। ২০১৬-র বায়োপিক ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে মাহির বাবা পান সিংহর ভূমিকায় অভিনয় করেছিলেন অনুপম। অনুপম গতকাল ট্যুইটারে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে তাঁকে ধোনি ও তাঁর বাবার সঙ্গে দেখা যাচ্ছে। অনুপমের ট্যুইট, ‘প্রিয় সাক্ষী ও এমএস ধোনি! দারুন আতিথেয়তার জন্য ধন্যবাদ। আপনাদের নতুন বাড়ি খুব সুন্দর। বাবা-মায়ের সঙ্গে দেখা করা সর্বদাই আশীর্বাদের মতো’।
অনুপম আরও লিখেছেন, ‘সাক্ষী ও ধোনির মেয়ে জিভা দারুন বুদ্ধিমতী। ওকে দেখলে মন ভালো হয়ে যায়। ও জাতীয় সঙ্গীত ছাড়াও আরও অনেক গান জোরে জোরে গাইতে পারে। ঈশ্বর ওকে আশীর্বাদ করুন’।Dear #Sakshi & @msdhoni!! Thank you for your warmth & hospitality. Loved ur new home. Meeting parents is always a blessing.🙏 #RanchiDiaries pic.twitter.com/Er2D3jAU3g
— Anupam Kher (@AnupamPkher) October 3, 2017
#Sakshi & @msdhoni’s daughter #Ziva is a genius & an entertainer. She can really sing loudly, including our #NationalAnthem. God bless her.🙏 pic.twitter.com/CFqEvfh93I — Anupam Kher (@AnupamPkher) October 3, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















