Bade Miyan Chote Miyan: 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন অক্ষয়-টাইগার?
Akshay-Tiger Updates: বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যাচ্ছিল যে, পর-পর ছবি বক্স অফিস কালেকশনে ব্যর্থ হওয়ায় এই ছবির জন্য় কম পরিশ্রমিক নিচ্ছেন অক্ষয় ও টাইগার।
মুম্বই: পর্দায় একসঙ্গে দেখা যেতে চলেছে বলিউডের দুই অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) এবং টাইগার শ্রফকে (Tiger Shroff)। ইতিমধ্যেই দর্শকেরা জেনে ফেলেছেন যে, 'বড়ে মিঞা ছোটে মিঞা' (Bade Miyan Chote Miyan) ছবিতে এই দুই তারকা একসঙ্গে অভিনয় করবেন। তবে, এর পাশাপাশি বিভিন্ন সূত্র অনুযায়ী শোনা যাচ্ছিল যে, পর-পর ছবি বক্স অফিস কালেকশনে ব্যর্থ হওয়ায় এই ছবির জন্য় কম পরিশ্রমিক নিচ্ছেন অক্ষয় ও টাইগার। যদিও 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবির প্রযোজক অবশ্য সাফ সেকথা জানিয়ে দেন যে, এই তথ্য একেবারেই সঠিক নয়।
বক্স অফিসে লাগাতার ব্যর্থ অক্ষয় ও টাইগারের ছবি-
চলতি বছর মুক্তি পাওয়া দুটি ছবি বক্স অফিসে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি অক্ষয় কুমারের। প্রথমে 'বচ্চন পাণ্ডে'। পরে 'সম্রাট পৃথ্বীরাজ'। দুটি ছবিই বক্স অফিসে কার্যত মুখ থুবড়ে পড়ে। 'সম্রাট পৃথ্বীরাজ'-এর ব্যর্থতার দায় আবার পুরোটাই অভিনেতার উপর চাপিয়েছেন প্রযোজক আদিত্য চোপড়া। তা নিয়েও কম বিতর্ক তৈরি হয়নি। তাই বক্স অফিস কালেকশনের দিক থেকে অক্ষয় কুমার বর্তমানে কিছুটা ব্যাকফুটে রয়েছেনই বলা যায়। অন্যদিকে, টাইগার শ্রফের 'হিরোপন্তি ২'-এরও অবস্থা অনেকটাই তেমন। সেই ছবিও ব্যবসা করতে পারেনি বিশেষ। এরইমধ্যে গুঞ্জন রটেছে যে, লাগাতার ছবি ব্যর্থ হওয়ার কারণে আগামী ছবি 'বড়ে মিঞা ছোটে মিঞা'র জন্য পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ।
আরও পড়ুন - Salman Khan: আরও বাড়ল নিরাপত্তা, কত দামের বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করছেন সলমন খান?
পারিশ্রমিক কমালেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ?
সম্প্রতি এক জনপ্রিয় পোর্টালের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তথ্য প্রকাশ করা হয় যে, 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবির জন্য পারিশ্রমিক কমিয়েছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। কিন্তু প্রযোজক জ্যাকি ভগনানি সেই পোস্টের উত্তরে সাফ জানিয়ে দিয়েছেন যে, এই তথ্য একেবারেই সঠিক নয়। অক্ষয় কিংবা টাইগার অবশ্য এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি। এর পাশাপাশি বিভিন্ন সূত্র অনুযায়ী তথ্য সামনে আসছে যে, 'বড়ে মিঞা ছোটে মিঞা' ছবির জন্য কত টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন দুই তারকা। টাকার অঙ্কটা সত্যিই চোখ কপালে তোলার মতোই। শোনা যাচ্ছে, এই ছবির জন্য অক্ষয় কুমার পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ১৪৪ কোটি টাকা। আর টাইগার শ্রফ নিচ্ছেন ৪৫ কোটি টাকা। যদিও নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি এমন তথ্য দেওয়া হয়নি।