এক্সপ্লোর
ইভাঙ্কার সঙ্গে তাজ-দর্শন! ছবি শেয়ার করলেন দিলজিৎ, 'থ্যাঙ্ক ইউ' বললেন ট্রাম্প কন্যা
ট্রাম্প কন্যার ফ্যাশনদুরস্ত লুকে আপ্লুত হয়ে পড়েন এ দেশের অনেকেই। তার মধ্যে অন্যতম বলিউড তারকা দিলজিত সিংহ দোসাঞ্জ।

দিন কয়েক আগেই ভারত সফরে এসেছিলেন ট্রাম্প। সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া, মেয়ে ইভাঙ্কা ও ট্রাম্প জামাতা। তাজমহলে বেড়াতে গিয়ে রীতিমতো মুগ্ধ হয়ে যান ইভাঙ্কা। আর ট্রাম্প কন্যার ফ্যাশনদুরস্ত লুকে আপ্লুত হয়ে পড়েন এ দেশের অনেকেই। তার মধ্যে অন্যতম বলিউড তারকা দিলজিত সিংহ দোসাঞ্জ।
তাঁর ইভাঙ্কা মুগ্ধতা এতটাই যে, ট্রাম্প কন্যার পাশে বসে আছেন এমন একটি ছবি ফটোশপের সাহায্যে তৈরিও করে ফেললেন তিনি। শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইভাঙ্কা, আমার কাছে তাজমহল দেখতে চেয়েছিল, কী আর করতাম, নিয়ে গেলাম! ’ ছবিটি ইতিমধ্যেই ১ লাখ ৪৬ হাজার লাইক পেয়েছে। নানারকম মজাদার কমেন্টেও ভরে গেছে ইনবক্স। কিন্তু সব থেকে মজার উত্তর এসেছে ইভাঙ্কার কাছ থেকেই। তিনি লিখেছেন,'আমাকে তাজমহল দেখানোর জন্য ধন্যবাদ!'। সঙ্গে ব্যবহার করেছেন চোখ টেপা স্মাইলিও!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















