Dipika Kakar: জন্মের প্রায় ২০ দিন পরে সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরলেন দীপিকা ও শোয়েব
Dipika Kakar News: গত ২১ জুন প্রিম্যাচিওর বেবির জন্ম দিয়েছেন দীপিকা কক্কর। সোশ্যাল মিডিয়ায় বাবা-মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছিলেন শোয়েব নিজেই
মুম্বই: সুস্থ হয়ে বাড়ি ফিরল ছোটপর্দার জনপ্রিয় জুটি দীপিকা কক্কর ও শোয়েব ইব্রাহিমের (Dipika Kakar and Shoaib Ibrahim) পুত্রসন্তান। আজই হাসপাতাল থেকে সদ্যোজাতকে বাড়িতে নিয়ে ফিরলেন নতুন বাবা-মা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল নবজাতককে নিয়ে জনপ্রিয় এই জুটির হাসপাতাল থেকে বেরিয়ে আসার ছবি।
গত ২১ জুন প্রিম্যাচিওর বেবির জন্ম দিয়েছেন দীপিকা কক্কর। সোশ্যাল মিডিয়ায় বাবা-মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছিলেন শোয়েব নিজেই। কিন্তু সেইসঙ্গে জানিয়েছিলেন ইনকিউবেটরে রয়েছে তাঁদের সদ্যোজাত। চলছে চিকিৎসা। অনুরাগীদের বলেছিলেন প্রার্থনা করতে সদ্যজাতের জন্য।
প্রায় ২০ দিন ইনকিউবেটরে থাকার পরে সদ্যোজাতকে আজ বাড়ি নিয়ে আসতে পেরেছেন এই জুটি। হাসপাতাল থেকে শিশুকে কোলে নিয়ে বেরিয়ে আসেন শোয়েব। তাঁর পরণে ছিল কালো টি-শার্ট ও প্যান্ট। অন্যদিকে দীপিকা পরেছিলেন গোলাপি ও সাদা কাজের সালোয়ার কামিজ। পাপারাৎজিদের জন্য সদ্যোজাতকে নিয়ে পোজও দেন এই দম্পতি।
এদিন পাপারাৎজিদের ছবি তুলতে দেখে তাঁদের আওয়াজ করতে বারণ করেন দীপিকা। জানান তাঁদের সন্তান ঘুমাচ্ছে। সেই কথায় সম্মান নিয়ে পাপারাৎজিরাও বেশিক্ষণ আটকে রাখেননি তাঁদের। সদ্যোজাতকে নিয়ে তাড়াতাড়িই গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দেন দীপিকা ও শোয়েব। সোশ্যাল মিডিয়ায় অনেকে জানতে চেয়েছেন, তাঁরা সদ্যোজাতের কি নাম রেখেছে। তবে সদ্যোজাতের নাম ঠিক করলেও তা এখনও প্রকাশ্যে আনেননি ছোটপর্দার জনপ্রিয় এই জুটি।
প্রসঙ্গত, কিছুদিন আগে দীপিকার এক সাক্ষাৎকারের কারণে শিরোনামে উঠে আসেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায় যে তিনি অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, আর তার বদলে পরিবার ও সন্তানকেই সময় দেবেন। তবে এই সাক্ষাৎকার অভিনেত্রীর নজরে পড়তেই তিনি শুধরে দেন।
তাঁর কথায়, অন্তঃসত্ত্বাকালীন এই সময় তিনি খুবই উপভোগ করছেন এবং আপাতত তিনি বিরতিতে আছেন। এক বিনোদন পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'আমি সবেমাত্র খবর দেখলাম যে আমি নাকি অভিনয়ের কেরিয়ার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আসলে পুরনো এক সাক্ষাৎকার থেকে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তো আমি কেবল পরিষ্কার করে দিতে চাই যে এমন কোনও পরিকল্পনা আমার নেই। আমি সবসময়েই গৃহবধূ হতে চেয়েছিলাম। শোয়েব অফিস যাবে এবং আমি ওঁকে জলখাবার বানিয়ে দেব, বাড়ির খেয়াল রাখব। কিন্তু তার মানে এটা নয় যে আমি আর কখনও কাজ করতে চাই না। (হাসি)। হতে পারে আমি হয়তো আগামী চার পাঁচ বছর কাজ করলাম না বা এমনও হতে পারে যে খুব শীঘ্রই কোনও দুর্দান্ত অফার পেলাম আর আমি সেটা নিয়েও নিলাম। এমনও হতে পারে যে আমার প্রথম চার পাঁচ বছর নিজের সন্তানের জন্যই রাখলাম। তবে সবকিছুই আমি বলতে পারব সন্তানের আগমনের পর।'
আর আজ, সদ্যোজাতকে নিয়ে বাড়ি ফিরলেন তাঁরা। আপাতত এই জুটির সবটা ঘিরে থাকবে খুদেই। দীপিকা আবার কবে অভিনয়ে ফিরবেন, তার উত্তর দেবে সময়।
আরও পড়ুন: Shruti Swarnendu Marriage: সিঁদুরে রাঙা শ্রুতি, স্বর্ণেন্দুর সঙ্গে সাত পাকে পরিণতি পেল প্রেম
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial