Shruti Swarnendu Marriage: সিঁদুরে রাঙা শ্রুতি, স্বর্ণেন্দুর সঙ্গে সাত পাকে পরিণতি পেল প্রেম
Bengali Serial News: ৯ তারিখ, রবিবার অনেকটা রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের খবর জানান শ্রুতি ও স্বর্ণেন্দু নিজেই। তবে নিজেদের কোনও ছবি শেয়ার করেননি তাঁরা।
কলকাতা: অফ হোয়াইট শাড়ি আর পাঞ্চাবিতে রঙমিলান্তি, সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার (Swarnendu Smaddhar)। সোশ্যাল মিডিয়ায় মধ্যরাতে বিয়ের খবর শেয়ার করে নিলেও এখনও পর্যন্ত কোনও ছবি প্রকাশ্যে আনেননি শ্রুতি বা স্বর্ণেন্দু কেউই। তবে সহকর্মীরা সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রকাশ্যে আনলেন শ্রুতি ও স্বর্ণেন্দুর লুক।
নব বর-বধূ দুজনেই বেছে নিয়েছিলেন অফ হোয়াইট বেনারসি ও পাঞ্জাবি। শ্রুতি সাজে ছিল বেশ অন্যরকমের ছোঁয়া। মাথায় টিকলি ও টায়রার সঙ্গে হালকা রূপোর গয়না বেছেছিলেন শ্রুতি। স্বর্ণেন্দু পরেছিলেন সাবেক পাঞ্জাবি। এদিন আইনি ও সামাজিক দুই বিয়েই সারেন টলিপাড়ার এই জুটি। গোলাপের মালায় মালাবদল হয়। স্বর্ণেন্দু সিঁদুরে রাঙান শ্রুতির মাথা। সিঁদুরে লাল শ্রুতি যেন বাস্তবেরই 'রাঙা বউ'। পরিবার বা খুব সীমিত বন্ধুবান্ধবদের উপস্থিতিতে, কার্যত লোকচক্ষুর আড়ালে বিয়ে সারেন শ্রুতি ও স্বর্ণেন্দু।
৯ তারিখ, রবিবার অনেকটা রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের খবর জানান শ্রুতি ও স্বর্ণেন্দু নিজেই। তবে নিজেদের কোনও ছবি শেয়ার করেননি তাঁরা। কেবল ফেসবুকের Got Married স্টেটাসে আপডেট দিয়েছেন টলিপাড়ার এই জুটি। নিজের নামের শেষে স্বর্ণেন্দুর পদবি সমাদ্দারও জুড়ে নিয়েছেন শ্রুতি। অন্যদিকে স্বর্ণেন্দুও শ্রুতির সঙ্গে বিবাহের খবর শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
নিজেদের ছবি শেয়ার না করলেও একটি কেকের ছবি শেয়ার করে নিয়েছেন শ্রুতি। লাল গোলাপে সাজানো বড় সাদা কেকের ওপর লেখা 'জাস্ট ম্যারেড' (Just Married)। নিচে লেখা রয়েছে স্বর্ণেন্দু ও শ্রুতির নাম। সোশ্যাল মিডিয়ায় মধ্যরাতে এই ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছাবার্তার ঝড়। অনুরাগী থেকে শুরু করে সহকর্মী, বন্ধুরা, সবাই শুভেচ্ছা জানিয়েছেন নতুন এই জুটিকে।
সোশ্যাল মিডিয়ায় শ্রুতি কেকের ছবি শেয়ার করে নিয়ে লিখেছেন, 'মিস টু মিসেস' (Miss to Mrs.)। বর্তমানে ধারাবাহিক 'রাঙা বউ' (Ranga Bou)-তে মুখ্যভূমিকায় অভিনয় করছেন শ্রুতি। তাঁর চরিত্রের নাম পাখি। অন্যদিকে এই ধারাবাহিকেরই পরিচালকের দায়িত্বে রয়েছেন স্বর্ণেন্দু। তবে তাঁদের প্রেম এই ধারাবাহিক থেকে নয়। ধারাবাহিক 'ত্রিনয়নী' -তে প্রথমবার একসঙ্গে কাজ করেন শ্রুতি ও স্বর্ণেন্দু। সেই ধারাবাহিকের সেট থেকেই প্রেম। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করেননি স্বর্ণেন্দু-শ্রুতি। একাধিকবার বিভিন্ন কারণে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের স্বীকার হতে হয়েছিল শ্রুতিকে। সম্পর্ক থেকে শুরু করে সৌন্দর্য্য, শ্রুতি যত সমালোচিত হয়েছেন, ততই যেন কঠিন হয়েছেন। দৃঢ় হয়েছে তাঁদের সম্পর্ক।
আরও পড়ুন: Malaika Arora: মালাইকা টিউশনে যাবেন, তাই রাস্তার ২ ধারে দাঁড়িয়ে থাকতেন অনুরাগীরা!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন