Dipika Kakkar: ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মধ্যেই ফের গুরুতর অসুস্থ দীপিকা কক্কর, ভাল নেই ছেলেও!
Dipika Kakkar Health: ক্যানসারে আক্রান্ত হওয়ার পরে অভিনেত্রীর রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গিয়েছে। লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী

কলকাতা: ধীরে ধীরে সেরে উঠছিলেন তিনি। তারপরেও ক্যানসারের সঙ্গে লড়াই জারি ছিল তাঁর। তবে সেই ক্যানসারের সঙ্গে লড়াইয়ের মধ্যেই ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar)। নিজের ব্লগে নিজের স্বাস্থ্য সংক্রান্ত খবর হামেশাই দিতে থাকেন অভিনেত্রী। তাঁর ক্যানসার হওয়ার খবর তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন। এরপরে, অনুরাগীরা প্রত্যেকেই তাঁর সুস্থতা কামনা করেছিলেন। ধীরে ধীরে সুস্থ ও হয়ে উঠছিলেন দীপিকা। তবে এর মধ্যেই আবার দুঃসংবাদ। ফের অসুস্থ হয়ে পড়েছেন অভিনেত্রী।
ক্যানসারে আক্রান্ত হওয়ার পরে অভিনেত্রীর রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গিয়েছে। লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। সেই চিকিৎসা তো তাঁর চলছিলই। কিন্তু ইতিমধ্যেই তিনি ভাইরাল সংক্রমণের শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিয়েছেন তিনি। দীপিকা কক্কর নিজের ব্লগে জানিয়েছিলেন, তাঁর শরীর বেশ খারাপ। তাঁরও ছেলে রুহানের মতো ভাইরাল সংক্রমণ হয়েছে, যা এখন গুরুতর আকার ধারণ করেছে। অভিনেত্রী বলেছেন, ‘আমার আগে থেকেই চিকিৎসা চলছে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ কমে গিয়েছে। আপাতত ডাক্তাররা আমাকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি-অ্যালার্জির ওষুধের কড়া ডোজ দিচ্ছেন। আমি আশা করছি, খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব। আমার খুব দুর্বলও লাগছে।’
View this post on Instagram
কী কী সমস্যা হয়েছে দীপিকার?
এর আগে দীপিকা তাঁর একটি ব্লগে থেরাপি নিয়ে কথা বলেছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, গত এক মাস ধরে তিনি একটানা ওষুধ খাচ্ছেন। এর কারণে তাঁর শরীরে অনেক প্রভাব পড়ছে। তাঁর আলসার, হাতে ফুসকুড়ি, নাক ও গলায় সমস্যা হয়েছে। দীপিকা কক্কর এই বছর মে মাসে একটি ব্লগ শেয়ার করেছিলেন। যেখানে অভিনেত্রী ভক্তদের জানিয়েছিলেন যে তাঁর ২ নম্বর পর্যায়ে লিভার ক্যান্সার হয়েছে। আপাতত তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং তিনি আগের থেকে অনেক ভাল আছেন। তবে আপাতত তিনি ভাইরালে আক্রান্ত।
View this post on Instagram






















