Jiit Chakraborty: নতুন প্রযোজনা সংস্থা খুললেন 'আড়ি', 'কথামৃত'-র পরিচালক জিৎ, শীঘ্রই ঘোষণা হবে প্রথম ছবি
Jiit Chakraborty News: জিৎ -এর নতুন ইনিংস, খুললেন নিজের প্রযোজনা সংস্থা

কলকাতা: তিনি ইতিমধ্যেই একাধিক ছবি পরিচালনা করে ফেলেছেন। নতুন পরিচালক হিসেবে প্রশংসাও পেয়েছেন। কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee), মমতাশঙ্কর (Mamata Shankar), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly) মৌসুমী চট্টোপাধ্যায় (Maushumi Chatterjee)-র মতো নামজাদা বর্ষীয়ান অভিনেতা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। আর এবার, নিজের প্রযোজনা সংস্থা খুলছেন তিনি। পরিচালক জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty)। নতুন ছবি 'আড়ি' মুক্তি পাওয়ার পরেই প্রযোজনা সংস্থা খুলেছেন জিৎ।
কিন্তু কেন এই প্রযোজনা সংস্থা খোলার ভাবনা? জিৎ বলছেন, দীর্ঘ ১৬ বছর ধরে আমি এই বিনোদন দুনিয়ায় কাজ করছি। কখনও অভিনেতা হিসেবে, কখনও কোনও প্রযোজনা সংস্থার হয়ে। তবে মানুষ আমায় বেশি চেনেন পরিচালক হিসেবেই। আমার প্রথম ছবি 'শেষের গল্প'। তারপরে করেছি 'কথামৃত'। এরপরে একটি উড়িয়া ছবি করেছিলাম। এরপরে 'আড়ি' পরিচালনা করি। প্রথমে অভিনেতা হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও, ইচ্ছা ছিল পরিচালনা করার। প্রথমের দিকে আমায় কেউই ভরসা করে পরিচালনার কাজ দিতে চাননি। প্রথমদিকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও নিয়েই কাজ শুরু করি। প্রথম ছবি মানুষের পছন্দ হয়, সেই ভরসায় আরেকটি ছবি পাই। এই করতে করতেই আজকের জায়গায় দাঁড়িয়ে। আজ সবার আশীর্বাদে প্রযোজনা সংস্থা খোলার সিদ্ধান্ত। 'এন্টারটেনমেন্ট কি জিত'। যাঁরা প্রযোজনা করে, পয়সা বিনিয়োগ করেন, ছবি তৈরিতে তাঁদের একটা মতামত থাকে, এটা কোনও অন্যায় নয়। কিন্তু পরিচালকই যদি প্রযোজক হন, তাহলে তার আর কারোর কোনও কথা শোনার, কারোর কোনও দৃষ্টির দরকার হয় না। এমন অনেক পরিচালক বা অভিনেতা রয়েছেন যাঁরা নিজেই নিজেদের ছবি প্রযোজনা করেন। আমার মনে হয়, তাঁরা একটি কারণেই প্রযোজনা সংস্থা খুলেছেন যে তাঁরা নিজের দৃষ্টিভঙ্গিতে একটি গল্প বলতে চান। অবশ্যই আমি অন্য প্রযোজকদের সঙ্গেও কাজ করব। কিন্তু যে গল্পটা আমার মনে হবে একান্তই আমি বলতে চাই, মনে হবে অন্য কোনও প্রযোজক পেলে তাঁর একটা বক্তব্য থাকবে, সেটা আমি চাই না... সেই গল্পগুলো ও আমি আমার প্রযোজনা সংস্থা থেকে বলতে চাই। তবে আমার প্রযোজনা সংস্থায় যে শুধু আমি পরিচালনা করব এমনটা নয়, যে নামজাদা পরিচালকেরা রয়েছেন, বা যে গুণী নতুন পরিচালকেরাও ইন্ডাস্ট্রিতে আসছেন, তাঁদের সঙ্গেও কাজ করতে চাই। শুধু সিনেমা নয়, ইচ্ছে আছে টেলিভিশন বা ওটিটির কনটেন্ট ও বানাব। আমি যখন কাজ শুরু করেছিলাম, এমন সুযোগ ছিল না। কিন্তু আমি চাই, সমস্ত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে, সব পরিচালকদের নিয়ে কাজ করতে। ঈশ্বরের আশীর্বাদ থাকলে, সব হবে। খুব তাড়াতাড়িই নতুন ছবির ঘোষণা করব।'

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করেছেন জিৎ। সদ্য বিয়ে করেছেন তিনি।






















