Karan Johar: ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর, 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র শ্যুটিং শেষে আবেগঘন পরিচালক
'Rocky Aur Rani Ki Prem Kahani': তাঁর পোস্ট করা একাধিক ছবিতে, দেখা মেলে সিনেমার কলাকুশলীদের। একটি ছবিতে কর্ণের সঙ্গে আলিয়া ও রণবীরকে পুজো করতে দেখা যায় সেটে।
নয়াদিল্লি: অবশেষে শ্যুটিং শেষ হল কর্ণ জোহরের (Karan Johar) আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র (Rocky Aur Rani Ki Prem Kahani)। গত রবিবার সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবির সঙ্গে দীর্ঘ পোস্টে ধন্যবাদ জানিয়ে সেই খবর জানান পরিচালক প্রযোজক কর্ণ। এই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ। ফলে স্বাভাবিকভাবেই শ্যুটিং শেষ হতে আবেগঘন পরিচালক।
শ্যুটিং শেষ হল 'রকি অউর রানি কি প্রেম কাহানি'
প্রায় ৭ বছর পর পরিচালনায় ফিরছেন কর্ণ জোহর। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রণবীর সিংহ, আলিয়া ভট্ট, ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকে।
এদিন সেট থেকে একগুচ্ছ ছবি পোস্ট করে কে জো দীর্ঘ ক্যাপশনে লেখেন, '৭ বছর হয়ে গেল আমার শেষ ছবি পরিচালনার... আমি একটা ছবির সফর শুরু করি যার কাজ আমাকে মাঝপথে বন্ধ করে দিতে হয় একাধিক কারণের জন্য এবং তারপর বাস্তব জীবনের সূত্র ধরেই আমার কাছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র জীবাণুটা আসে (এমন একটা জিনিস যা বাবা আমাকে একবার বলেছিলেন) এবং তারপর আমার সমস্ত সৈনিক আমাকে সাহায্য করে ঠিক আমি আমার সপ্তম কাজটা যেমনটা করতে চেয়েছিলাম তেমন করে তৈরি করতে। শ্রেষ্ঠ টিমের আশীর্বাদ ছিল। ভালবাসায় পরিপূর্ণ এমন একটা টিম যাদের বিদায় জানানো একেবারেই সহজ নয়। কোর টিমের প্রত্যেককে ধন্যবাদ যাঁরা আমার সঙ্গে সমস্ত কঠিন, ভাল পরিস্থিতিতে, কোভিডে এবং খারাপ আবহাওয়ায় থেকেছ... (তোমরা জানো তোমরা কারা এবং তোমাদের আমি ভালবাসি)। বর্ষীয়াণ থেকে বন্ধু, নবাগত থেকে কিংবদন্তি, আমার দুর্দান্ত কাস্ট... অবশেষে গতরানে আমরা র্যাপ করেছি!!! আমাদের ভালবাসা, মজা, আনন্দ, পরিবারের এই ফসল আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার তর সইছে না। ২৮ জুলাই ২০২৩... দেখা হচ্ছে প্রেক্ষাগৃহে!!'
View this post on Instagram
তাঁর পোস্ট করা একাধিক ছবিতে, দেখা মেলে সিনেমার কলাকুশলীদের। একটি ছবিতে কর্ণের সঙ্গে আলিয়া ও রণবীরকে পুজো করতে দেখা যায় সেটে। কোথাও শ্যুটিংয়ের মাঝে ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমিকেও দেখা যায়। তাঁর পোস্টে শুভেচ্ছা জানান বলিউডের একাধিক তারকা।
আরও পড়ুন: Shiboprosad Mukherjee: অস্কারজয়ীদের শুভেচ্ছা শিবপ্রসাদের, গুণীত মোঙ্গাকে নিয়ে বিশেষ পোস্ট
ইশিতা মৈত্র, শশাঙ্ক খৈতান ও সুমিত রায়ের লেখা 'রকি অউর রানি কি প্রেম কাহানি' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৮ জুলাই।