এক্সপ্লোর
তখন বয়স ১৯, দিশা পাটনির অডিশনের পুরানো ভিডিও ভাইরাল

মুম্বই: বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে অভিনেত্রী দিশা পাটনির প্রেমের সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। ২০১৬-তে 'এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি'-র মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল দিশার। প্রথম সিনেমাতেই তাঁর অভিনয় ও মনোভাব দর্শকদের প্রশংসা আদায় করে নিয়েছিল। এখন দিশার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। এই ভিডিও দিশার বলিউডে অভিষেকেরও আগের। ভিডিওতে দিশাকে অডিশন দিতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটিতে দিশাকে একটি কোল্ড ক্রিমের বিজ্ঞাপনের জন্য অডিশন দিতে দেখা যাচ্ছে। তখন তাঁর বয়স ১৯। আর তখন তাঁকে দেখতে এখনকার থেকে একটু ভিন্ন। যখন তিনি মডেলিংকে কেরিয়ার করে সিনে দুনিয়ায় প্রবেশের চেষ্টা করছিলেন, এই ভিডিওটি তখনকার মনে হচ্ছে। ভিডিও থেকেই স্পষ্ট, একটা প্রশ্ন বুঝতে না পারায় কিছুটা নার্ভাস হয়ে পড়েন দিশা। দ্বিতীয়বার জিজ্ঞাসা করার পর তিনি তা বুঝতে পারেন। সোশ্যাল মিডিয়ায় দিশার অনুরাগীরা ভিডিওটি শেয়ার করছেন। উল্লেখ্য, এখন দিশার বয়স ২৬। অভিনয় ও লুকের জন্য বেশ জনপ্রিয় তিনি। টাইগার শ্রফের সঙ্গে 'বাগী ২' সিনেমায় শেষবার তাঁকে দেখা গিয়েছিল।
শীঘ্রই 'ভারত' সিনেমায় সলমন খানের সঙ্গে রূপোলি পর্দায় দেখা যাবে তাঁকে।View this post on Instagram
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















