Disha Patani: কেরিয়ারে বড় সুযোগ, এবার কার বিপরীতে দিশা?
Bollywood Celebrity Updates: এবার কেরিয়ারে বড় সুযোগ পেলেন অভিনেত্রী দিশা পাটানি। জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার বিপরীতে এবার তাঁকে দেখা যেতে চলেছে।
মুম্বই: বলিউডে বেশ কিছু বছর কাটিয়ে ফেললেন দিশা পাটানি (Disha Patani)। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে। প্রথম ছবি 'এক ভিলেন'-এর জনপ্রিয়তার পর সিক্যুয়েলকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক। সেই মতোই বক্স অফিসে প্রভাব ফেলেছে। এই প্রথমবার নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে দিশাকে। খলনায়িকার ভূমিকায় অভিনয় করে প্রশংসিতও হয়েছেন তিনি। আর এবার কেরিয়ারে বড় সুযোগ পেলেন অভিনেত্রী। জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার বিপরীতে এবার তাঁকে দেখা যেতে চলেছে।
জাতীয় পুরস্কারজয়ী অভিনেতার বিপরীতে দিশা পাটানি-
'এক ভিলেন রিটার্নস'-এ প্রশংসিত হয় দিশা পাটানির অভিনয়। এরপরই বড় সুযোগ পেলেন তিনি। জানা গিয়েছে, এবার তাঁকে দেখা যেতে চলেছে দক্ষিণী সুপারস্টার এবং জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা সুরিয়ার (Suriya) বিপরীতে। এদিন অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর আগামী ছবি 'সুরিয়া ৪২'-এর ঘোষণা করেছেন। সেখানেই দিশা পাটানির নাম উল্লেখ করেছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, 'আমি অত্যন্ত উত্তেজিত এই প্রোজেক্টটি নিয়ে। সুরিয়া স্য, শিভা স্যর আমার পরবর্তী ছবির ঘোষণা করেছেন, তাতে আমি আপ্লুত। এই প্রোজেক্টের সঙ্গে জড়িয়ে থাকতে পেরে কৃতজ্ঞ অনুভব করছি। বড় পর্দায় লার্জার দ্যান লাইফ বিষয়বস্তুর সাক্ষী থাকতে চলেছেন দর্শকেরা। আমাকেও একেবারে অন্যভাবে দেখতে পাবেন তাঁরা। এমন অবতারে দর্শকেরা আগে কখনও আমাকে দেখেননি।'
আরও পড়ুন - Karan Johar: বলিউডের আর এক নতুন জুটির সম্পর্কের কথা ফাঁস কর্ণ জোহরের
প্রসঙ্গত, পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বর্তমানে চর্চায় রয়েছেন দিশা। বেশ কিছু বছর ধরে তিনি সম্পর্কে ছিলেন টাইগার শ্রফের সঙ্গে। শোনা যাচ্ছে, টাইগার - দিশার সেই সম্পর্ক ভেঙে গিয়েছে। জানা যায়, ২০১৮ সাল থেকে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিশা পাটানি ও টাইগার শ্রফ। 'বাগি টু'তে তাঁরা একসঙ্গে স্ক্রিন শেয়ারও করেন। চলতি বছরের শুরুর দিক থেকে দুজনের সম্পর্কে যে ভাঙন দেখা দিয়েছে, তা কানাঘুষো শোনা যাচ্ছিল। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছিল যে, টাইগার এখন কেরিয়ারে মন দিতে চান বেশি করে। আর দিশার দেওয়ার বিয়ের প্রস্তাবে তিনি এখনই মন দিতে নারাজ। সেই কারণেই সম্পর্ক ভেঙেছে তাঁদের। সম্প্রতি কর্ণ জোহর তাঁর শোয়ে টাইগারকে দিশার সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে সরাসরি প্রশ্ন করেন। টাইগার তাঁর উত্তরে বলেন, 'আমি সবসময়ের মতোই খুব ভালো বন্ধু। এর থেকে বেশি তুমি কোনও লাইন ব্যবহার করতে পারো না।' এছাড়াও দিশার সঙ্গে কাটানো অনেক ভালো মুহূর্ত নিয়েও কথা বলেন। কিন্তু পরিস্কার করে কিছু না বলায়, কর্ণ ফের তাঁকে প্রশ্ন করেন যে, তিনি কি এখনও সিঙ্গল রয়েছেন? কর্ণের এই প্রশ্নের উত্তরে সরাসরি হ্যাঁ বলে দেন টাইগার।