Ditipriya And Jeetu: দিতিপ্রিয়ার নায়ক জিতু, বাংলা ধারাবাহিকে আসছে আরেক অসমবয়সী প্রেমের গল্প
Ditipriya Roy And Jeetu Kamal: আজ প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। আর সেখানে দেখা গিয়েছে, অসমবয়সী এক প্রেমের গল্পই

কলকাতা: টলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল, ফের ধারাবাহিকের ফিরছেন জিতু কমল (Jeetu Kamal)। তবে এই বিষয়ে নিজের মুখে কিছুই স্বীকার করেননি তিনি। তবে আজ প্রকাশ্যে এল তাঁর ধারাবাহিকের নতুন প্রোমো। অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)-এর সঙ্গে এক অসমবয়সী প্রেমের গল্প নিয়ে ফের ছোটপর্দায় ফিরতে চলেছেন জিতু কমল। বড়পর্দায় তিনি সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করে ছক্কা হাঁকিয়েছিলেন প্রথম ছবিতেই। এরপরে তিনি একাধিক ছবিতেই অভিনয় করেছেন। সামনেই মুক্তি পাচ্ছে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিপরীতে তাঁর আরও একটি ছবি। আর এবার দিতিপ্রিয়ার সঙ্গে জুটি বেঁধে নতুন ধারাবাহিক নিয়ে আসছেন তিনি। ধারাবাহিকের নাম, 'চিরদিনই তুমি যে আমার'।
আজ প্রকাশ্যে এসেছে এই ধারাবাহিকের প্রোমো। আর সেখানে দেখা গিয়েছে, অসমবয়সী এক প্রেমের গল্পই। দিতিপ্রিয়ার বয়স অনেকটাই কম। তার জীবন জুড়ে রয়েছে ছোট ছোট খুশি, সাইকেলে করে এসে বরফের গোলা খাওয়ার মতো ছেলেমানুষী। আর একদিকে জিতু কমলের চরিত্র যথেষ্ট পরিণত। বিত্তবানও বটে, কারণ দেখানো হয়েছে জিতু হেলিকপ্টারে করে এসে নামছেন দিতিপ্রিয়ার সামনে। দিতিপ্রিয়ার স্বপ্ন বরফের মধ্যে বসে বরফের গোলা খাওয়ার। আর সেই স্বপ্নপূরণ করতে জিতু তাঁকে নিয়ে যান কাশ্মীরে। এই দৃশ্যগুলির শ্যুটিং সত্যি সত্যিই করা হয়েছে কাশ্মীরেই। সেখানে গিয়ে জিতু দিতিপ্রিয়ার হাতে ধরিয়ে দেন বরফের গোলা। দিতিপ্রিয়াকে স্নো-বাইক চালাতেও দেখা যায়। খুশিতে আত্মহারা দিতিপ্রিয়া বরফের ওপর দিয়ে দৌড়তে দৌড়তে পড়ে গেলে তাঁকে ধরে ফেলেন জিতু। তারপরে বলেন, 'বয়স মানুষকে সাবধানী হতে শেখায়'। এখানে দিতিপ্রিয়ার মুখে সাত জন্মের সম্পর্কের কথাও শোনা যায়। তবে জিতু আর দিতিপ্রিয়ার প্রেম বিয়ের আগের, নাকি বিয়ের পড়েই জমে উঠবে তাঁদের প্রেম.. তা অবশ্য প্রোমোতে স্পষ্ট নয়। তার জন্য় অপেক্ষা করতে হবে আরও অনেকটা সময়।
এই ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্যই সদ্য কাশ্মীরে গিয়েছিলেন জিতু। সেখান থেকে শেয়ার করে নিয়েছিলেন ছবি। সেই ছবি দেখে অনেকে মনে করেছিলেন, জিতু কমল বোধহয় প্রেম করছেন। সেই কারণেই তিনি ছুটে গিয়েছেন কাশ্মীরে। প্রেমিকার সঙ্গে। তবে জিতুর সঙ্গী আর কেউ নয়, ছিলেন দিতিপ্রিয়া। এই ধারাবাহিকেরই শ্যুটিং করছিলেন তাঁরা। সদ্য় প্রকাশ্য়ে এসেছে ধারাবাহিকের প্রোমো। এখনও প্রকাশ্যে আসেনি ধারাবাহিকের সম্প্রচারের সময়।
View this post on Instagram
আরও পড়ুন: Salman Khan: মুসলমান হয়েও হিন্দু ধর্মের কোন নিয়ম নিষ্ঠা করে মেনে চলেন সলমন খান?






















