এক্সপ্লোর
Advertisement
মায়ের শাড়ি দিতে তৈরি করলেন পাঞ্জাবি, অভিনব দীপাবলি পালন রীতেশ দেশমুখের
আকাশি শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছেন মা, তাতে ঢাকা পড়ে যাচ্ছে ক্যামেরা। শাড়ির পর্দা সরলেই পরের ছবি। সেখানে দেখা গেল সেই শাড়ী দিয়ে তৈরী পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রীতেশ দেশমুখ। সঙ্গে ২ ছেলে, তাদের পরনেও একই পাঞ্জাবি। অভিনব দীপাবলির শুভেচ্ছায় মুগ্ধ নেটিজেনরা।
মুম্বই: আকাশি শাড়ির আঁচল উড়িয়ে দিচ্ছেন মা, তাতে ঢাকা পড়ে যাচ্ছে ক্যামেরা। শাড়ির পর্দা সরলেই পরের ছবি। সেখানে দেখা গেল সেই শাড়ী দিয়ে তৈরী পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রীতেশ দেশমুখ। সঙ্গে ২ ছেলে, তাদের পরনেও একই পাঞ্জাবি। অভিনব দীপাবলির শুভেচ্ছায় মুগ্ধ নেটিজেনরা।
মায়ের পুরনো শাড়ি দিয়ে বানিয়ে ফেলেছেন পাঞ্জাবি। নীলরঙা সেই পাঞ্জাবিই এবারের উৎসবে পোশাক দেশমুখ পরিবারের। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট এই ভিডিও শেয়ার করে অভিনেতা লেখেন, 'মায়ের পুরনো শাড়ি বাচ্চাদের দীপাবলির নতুন পোশাক হয়ে গেল।' নতুন জামা পরে ছোট্ট রিয়ান ও রাহিলকে ও বেশ খুশি দেখাল। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকল, 'মেরে তুমহারে সবকে লিয়ে হ্যাপি দিওয়ালি'। রীতেশের এই অভিনব ভাবনায় মুগ্ধ সবাই। কমেন্ট সেকশনে উপচে পড়ে শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা জানান রীতেশও।
কেবল রীতেশ নয়, সোশ্যাল মিডিয়ায় দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন সোনু সুদ, ধর্মেন্দ্র দেওল। অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁরাও।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
খেলার
Advertisement