Yami Gautam in Diwali: স্বামী আদিত্য ধরের সঙ্গে কীভাবে দীপাবলি উদযাপন করছেন ইয়ামি গৌতম?
২০১৯-এ মুক্তি পাওয়া 'উরি' ছবির প্রোমোশনের সময় থেকেই একে অপরের প্রেমে পড়েন ইয়ামি গৌতম (Yami Gautam) এবং আদিত্য ধর (Aditya Dhar)। নিজেদের মধ্যের সম্পর্ক তাঁরা সকলের কাছ থেকে আড়াল করে রেখেছিলেন।
মুম্বই: 'উরি' পরিচালক আদিত্য ধরের সঙ্গে গত ৪ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। বিয়ের পর প্রথম দীপাবলি (Diwali 2021)। তাই তা নিঃসন্দেহে একটি বেশিই স্পেশাল। আর এই বিশেষ দীপাবলিতেই কীভাবে সেলিব্রেট করছেন বলিউড অভিনেত্রী? নিজেই ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ছবিতেই কমেন্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে অন্যান্য বলি তারকারা।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'বালা' অভিনেত্রী ইয়ামি গৌতম একটি ছবি পোস্ট করে অনুরাগীদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন। পরিচালক আদিত্য ধরের সঙ্গে এদিন ছবি পোস্ট করে ইয়ামি গৌতম লিখেছেন, 'প্রত্যেক বছর দীপাবলি নিয়ে আসে অনেক স্মৃতি আর অনেক নতুন শুরু। দীপাবলির অনেক শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারকে। শুভেচ্ছা জানাই অনেক খুশি, সুস্থতা এবং সাফল্যের।' ইয়ামি গৌতমের ছবিটিতে স্বামীর সঙ্গে তাঁর কেমিস্ট্রি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ইয়ামি গৌতম এবং আদিত্য ধর একে অপরকে ধরে রয়েছেন। বলিউড অভিনেত্রীর এই পোস্ট শুভেচ্ছা এবং বালোবাসায় ভরিয়ে যেমন দিয়েছেন অনুরাগীরা। তেমনই কমেন্টে ভরিয়ে দিয়েছেন অন্যান্য তারকারাও। আর এক জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল ভালোবাসার ইমোজি দিয়ে কমেন্ট করেছেন। এক অনুরাগী কমেন্টে লিখেছেন, 'সত্যিই খুবই সুন্দর ছবি'। আবার এক অনুরাগী লিখেছেন, 'মিষ্টি দম্পতি'।
আরও পড়ুন - Diwali 2021: কীভাবে অনুরাগীদের অগ্রিম দীপাবলির শুভেচ্ছা জানালেন শিল্পা শেট্টি?
ইয়ামি গৌতমের মতো একই ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করেছেন পরিচালক আদিত্য ধরও। তিনি ক্যাপশনে লিখেছেন, 'তোমার হাসি সমস্ত বিশ্বকে আলো দেয়। সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা আমার এবং আমার অর্ধাঙ্গিনীর পক্ষ থেকে।'
প্রসঙ্গত, ২০১৯-এ মুক্তি পাওয়া 'উরি' ছবির প্রোমোশনের সময় থেকেই একে অপরের প্রেমে পড়েন ইয়ামি গৌতম এবং আদিত্য ধর। নিজেদের মধ্যের সম্পর্ক তাঁরা সকলের কাছ থেকে আড়াল করে রেখেছিলেন। এবং একান্ত ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা।