Diwali 2021: কীভাবে অনুরাগীদের অগ্রিম দীপাবলির শুভেচ্ছা জানালেন শিল্পা শেট্টি?
চলতি বছরটা বিশেষ ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) পর্নকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর নানা প্রতিকূল পরিবেশে পড়তে হয়েছে তাঁকে।যদিও রাজ কুন্দ্রা এখন জামিন পেয়েছেন
মুম্বই: এসেই গেল আলোর উৎসব (Diwali 2021)। চারিদিকে বাড়িতে বাড়িতে জ্বলে উঠেছে নানারঙের আলো। আলোর উৎসবে চারদিক কার্যত ঝলমলে হয়ে থাকে। যতই করোনা পরিস্থিতিতে জনজীবনে প্রভাব পড়ুক না কেন। যেকোনও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মানুষের মুখে হাসি ফোটাতে প্রতিবছররে আসে উৎসবের দিনগুলো। প্রসঙ্গত, গতবছর করোনা পরিস্থিতি অত্যধিক মাত্রায় প্রভাব ফেলায় যদিও তেমনভাবে উৎসবে মেতে উঠতে দেখা যায়নি। কিন্তু এই বছর ফের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে যাবতীয় কোভিড বিধি মেনে চলছে উৎসব উদযাপন। আগামী ৪ নভেম্বর দীপাবলি। সাধারণ মানুষের মতো আলোর উৎসবে মেতে উঠেছেন তারকারাও। অনুরাগীদের প্রতি অগ্রিম শুভেচ্ছাবার্তা নিয়ে হাজির বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)।
চলতি বছরটা বিশেষ ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। পর্নকাণ্ডে স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর নানা প্রতিকূল পরিবেশে পড়তে হয়েছে তাঁকে। যদিও রাজ কুন্দ্রা এখন জামিন পেয়েছেন। কিন্তু তারপর থেকে তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। কিংবা সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্টও করতে দেখা যায়নি। আজ তিনি সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত অ্যাকাউন্ট মুছে ফেলেছেন।
উৎসবের দিনগুলোয় পরিবারের সঙ্গেই উদযাপন করতে দেখা যায় বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে। এবারও তিনি স্বামী রাজ কুন্দ্রা এবং দুই সন্তানের সঙ্গে দীপাবলি সেলিব্রেট করছেন। তার আগে অনুরাগীদের আলোর উৎসবের শুভেচ্ছা জানালেন নিজের মতো করে।
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে গোলাপি রঙের সালোয়ার কামিজে একটি ছবি পোস্ট করেছেন শিল্পা শেট্টি। তাঁর হাতে রয়েছে একটি প্রদীপ। এমন একটি ছবি পোস্ট করে শিল্পা শেট্টি লিখেছেন, 'আলোর উৎসব আসে গেল। জীবনের প্রতিটা দিন, হাসি, ভালোবাসা, খুশি, ইতিবাচক চিন্তা ভাবনায় উজ্জ্বল করে তুলুন। শুভ ধনতেরস। শুভ দীপাবলি। সুস্থ থাকুন। খুশি থাকুন।' এভাবেই অনুরাগীদের অগ্রিম ধনতেরস এবং দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন শিল্পা শেট্টি।