শেরার একাগ্রতা দেখে এতটাই আপ্লুত সলমন যে তিনি তাঁর ছেলে টাইগারকে বলিউডে নিয়ে আসার প্রতিশ্রুতিও দিয়েছেন
2/7
গত ২০ বছর ধরে শেরা সলমনকে নিরাপত্তা দিয়ে চলেছেন। এক শিখ পরিবারে গুরমিত সিংহ জোলি নামে জন্ম হয়। মুম্বইয়ে বডি বিল্ডিংয়ের বিভিন্ন প্রতিযোগিতাতে অংশও নিয়েছেন। এমনকি মিস্টার মহারাষ্ট্র প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন শেরা। দ্বিতীয় স্থান পেয়েছিলেন।
3/7
গত ২০ বছর ধরে শেরা সলমনকে নিরাপত্তা দিয়ে চলেছেন। এক শিখ পরিবারে গুরমিত সিংহ জোলি নামে জন্ম হয়।
4/7
আজ জোধপুরে সলমনের সঙ্গেও হাজির ছিলেন শেরা। জানেন কি এই কাজের জন্যে শেরা সলমনের থেকে মাসে কত টাকা বেতন পান। সূত্রের খবর, শেরাকে সলমন মাসে ১৫ লক্ষ টাকা বেতন দেন। যা বছরে দু কোটি টাকার আশেপাশে।
5/7
শুধু জাস্টিন বিবার নন, শেরার পরিষেবা নিয়েছেন মাইকেল জ্যাকসন, উইল স্মিথ, জ্যাকি চ্যানের মতো তারকারা। ভারতে অমিতাভ বচ্চনের নিরাপত্তারক্ষী হিসেবেও কাজ করেছেন শেরা।
6/7
বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তির বডিগার্ড হিসেবে কাজ করেছেন সলমনের নিরাপত্তারক্ষী শেরা। একটি কনসার্টের জন্যে ভারতে এসেছিলেন জাস্টিন বিবার। সেসময় শেরা জাস্টিনের বডিগার্ড হিসেবে কাজ করেন
7/7
সলমন খানের বডিগার্ড শেরা কোনও তারকার থেকে কম বিখ্যাত নন।