এক্সপ্লোর
Advertisement
আমার চিতার ছাই গঙ্গায় বিসর্জন দিও না- কেন বললেন কঙ্গনা?
তিনি লিখেছেন, তাঁর ইচ্ছে, মৃত্যুর পর তাঁর ছাই যেন পাহাড়ের চূড়ায় চূড়ায় ছড়িয়ে দেওয়া হয়।
মুম্বই: জীবনের তিক্ত অভিজ্ঞতা থেকে রাজনৈতিক চিন্তাভাবনা- সব কিছু অনায়াসে প্রকাশ্যে আনেন কঙ্গনা রানাওয়াত। এ বছরের শুরুতে টুইটারে যোগ দিয়েছেন তিনি আর এরই মধ্যে তাঁর অ্যাকাউন্ট জনপ্রিয়তার পাহাড় ছুঁয়েছে।
এবার টুইটারে একটি কবিতা পোস্ট করেছেন কঙ্গনা। তাতে তিনি মৃত্যুর পর গঙ্গায় চিতাভস্ম বিসর্জনের যে প্রথা রয়েছে সে ব্যাপারে বক্তব্য রেখেছেন। কবিতার নাম রাখ বা ছাই। তিনি লিখেছেন, তাঁর ইচ্ছে, মৃত্যুর পর তাঁর ছাই যেন পাহাড়ের চূড়ায় চূড়ায় ছড়িয়ে দেওয়া হয়।
কবিতা আবৃত্তির একটি ভিডিও তিনি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে, বরফে ঢাকা পাহাড়ে পরিবারের সঙ্গে আনন্দে মেতেছেন তিনি।
Wrote a new poem called Rakh ( राख़ ) got inspired while hiking, do watch when you can ❤️ pic.twitter.com/FdMeQ1TYxY
— Kangana Ranaut (@KanganaTeam) December 27, 2020
এর আগে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় তাঁর লেখা কবিতা শেয়ার করেন, তার নাম ছিল আসমান। কবিতায় তিনি তুলে ধরেন জীবনের অর্থ ও ভালবাসার কথা।
Poem I wrote and shot this summer, as winter approaches reminiscing Aasman ❤️ pic.twitter.com/AairtGXdjh
— Kangana Ranaut (@KanganaTeam) November 1, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
খেলার
Advertisement