Drishyam 2 Box Office Collection: মুক্তির সাত দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে 'দৃশ্যম টু'
Drishyam 2: দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। মাত্র ৭ দিনের মধ্যেই এই ছবির বক্স অফিস কালেকশন একশো কোটি পেরিয়ে গিয়েছে।
মুম্বই: প্রত্যাশা আগে থেকেই ছিল। আর সেই প্রত্যাশা প্রভাব ফেলেছে বক্স অফিস কালেকশনে। অজয় দেবগনের (Ajay Devgn) ছবি 'দৃশ্যম ২' (Drishyam 2) বক্স অফিসে জোর প্রভাব খাটাতে শুরু করেছে। তাই দ্বিতীয় সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। মাত্র ৭ দিনের মধ্যেই এই ছবির বক্স অফিস কালেকশন (Drishyam 2 Box Office Collection) একশো কোটি পেরিয়ে গিয়েছে।
'দৃশ্যম ২' বক্স অফিস কালেকশন-
এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'দৃশ্যম ২' ছবির বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, সাত দিনের মধ্যেই এই ছবি ১০৪ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
#Drishyam2 is 💯 NOT OUT… Packs a SOLID SCORE in Week 1… TERRIFIC weekend, SUPER-STRONG weekdays… All eyes on Weekend 2… Fri 15.38 cr, Sat 21.59 cr, Sun 27.17 cr, Mon 11.87 cr, Tue 10.48 cr, Wed 9.55 cr, Thu 8.62 cr. Total: ₹ 104.66 cr. #India biz. pic.twitter.com/1UhC9E6Uah
— taran adarsh (@taran_adarsh) November 25, 2022">
আরও পড়ুন - Ved: এবার পরিচালনায় রীতেশ দেশমুখ, প্রকাশ্যে প্রথম পরিচালিত ছবি 'বেদ'-এর টিজার
প্রসঙ্গত, 'দৃশ্যম ২' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অজয় দেবগন, তব্বু (Tabbu), শ্রিয়া সরন (Shriya Saran), অক্ষয় খন্না (Akshaye Khanna), রজত কপূরকে (Rajat Kapoor)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সৌরভ শুক্লর (Sourav Shukla) মতো তারকারা। প্রথম ছবি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। তার সঙ্গে দর্শকদের মনও জিতে নেয়। সিক্যুয়েলও যে বক্স অফিসে বিশেষ প্রভাব ফেলবে তা আশা ছিলই। আর তেমনটাই দেখা গেল।
[tw]
#Drishyam2 is in no mood to slow down on Day 6…
— taran adarsh (@taran_adarsh) November 24, 2022
⭐️ Will swim past ₹ 💯 cr today [Day 7].
⭐️ Fifth [outright] #Hindi film to hit century in 2022.
Fri 15.38 cr, Sat 21.59 cr, Sun 27.17 cr, Mon 11.87 cr, Tue 10.48 cr, Wed 9.55 cr. Total: ₹ 96.04 cr. #India biz. pic.twitter.com/5rjTjFyPvo
[/tw]