Drishyam 3: পর্দায় ফের টানটান থ্রিলারের সাক্ষী থাকবেন দর্শকরা, আসছে 'দৃশ্যম ৩', ঘোষণা মোহনলালের
Drishyam 3 Confirmed: লঞ্চ হতে চলেছে থ্রিলার ছবি 'দৃশ্যম ৩'। নিশ্চিত করলেন মোহনলাল। ইনস্টাগ্রামে পোস্টও শেয়ার করেছেন তিনি।

Drishyam 3: ফের আসছে 'দৃশ্যম'। মালয়ালম এই ছবির তৃতীয় পর্ব রিলিজ হবে। একথা ঘোষণা করেছেন মালয়ালি সুপারস্টার মোহনলাল, যিনি 'দৃশ্যম' ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। এবার লঞ্চ হতে চলেছে 'দৃশ্যম ৩'। পরিচালক হিসেবে আগের দুই পর্বের মতোই এবারও থাকছে জিতু জোসেফ। 'দৃশ্যম' এবং 'দৃশ্যম ২'- দু'টি ছবিই ব্যাপক সাফল্য পেয়েছে। দর্শকমহলে এই সিনেমার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে মালয়ালি ছাড়াও একাধিক দক্ষিণী ভাষায়, এমনকি হিন্দিতেও রিলিজ হয়েছে 'দৃশ্যম' এবং 'দৃশ্যম ২'। সেখানে অভিনয় দক্ষতায় নজর কেড়েছিলেন অজয় দেবগণ। 'দৃশ্যম ৩' হিন্দিতে রিলিজ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে সিনেমাপ্রেমীদের আশা, প্রথম দুই পর্বের মতো 'দৃশ্যম ৩'- ও হিন্দিতে রিলিজ হবে এবং অজয় দেবগণই থাকবেন মুখ্য চরিত্রে।
ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন মালয়ালম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা মোহনলাল। সেখানে একটি ছবি রয়েছে, যেখানে মোহনলালের সঙ্গে রয়েছেন পরিচালক জিতু জোসেফ এবং প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর। এই ছবি শেয়ার করে মোহনলাল জানিয়েছেন যে 'দৃশ্যম ৩' রিলিজ হবে, এটা নিশ্চিত খবর। মোহনলালের ইনস্টাগ্রাম পোস্ট দেখার পর আপ্লুত দর্শকরা। পর্দায় টানটান উত্তেজনার থ্রিলারধর্মী এই ছবি দেখার জন্য যে তাঁরা মুখিয়ে ছিলেন সেটা বেশ স্পষ্টভাবেই বোঝা গিয়েছে।
View this post on Instagram
ক্রাইম থ্রিলার 'দৃশ্যম' প্রথম রিলিজ হয়েছিল ২০১৩ সালে। জিতু জোসেফ শুধুমাত্র এই ছবির পরিচালক নন, এই গল্পও তাঁরই লেখা। 'দৃশ্যম' সিনেমা হলে চলেছিল ১৫০ দিনেরও বেশি। সংযুক্ত আরব আমিরশাহীতে এটিই ছিল 'লংগেস্ট রানিং ফিল্ম'। ১২৫ দিন ধরে সেখানে চলেছিল 'দৃশ্যম'। কন্নড়, তেলুগু, তামিল এবং হিন্দি- এই চার ভাষায় লঞ্চ হয়েছিল 'দৃশ্যম'। হিন্দিতে 'দৃশ্যম' লঞ্চ হয়েছিল ২০১৫ সালে। শুধু দেশে নয়, বিদেশেও পাড়ি জমিয়েছিল এই মালয়ালম ছবি। সিংহলি ভাষায় শ্রীলঙ্কা এবং চিনা ভাষায় চিনেও লঞ্চ হয়েছিল এই সিনেমা। এখানেই শেষ নয়। ইন্দোনেশিয়ান, কোরিয়ান ভাষাতেও লঞ্চ হয়েছিল 'দৃশ্যম'। এই প্রথম কোনও ভারতীয় ছবি লঞ্চ হয়েছিল ইন্দোনেশিয়ান এবং কোরিয়ান ভাষায়। 'দৃশ্যম ২'- 'দৃশ্যম' ছবির সিক্যুয়েল লঞ্চ হয়েছিল ২০২১ সালে।
তথ্যসূত্র- আইএএনএস
আরও পড়ুন- 'ছাবা'-র জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, 'ট্যাক্স-ফ্রি' ঘোষণা হল মধ্যপ্রদেশ এবং গোয়ায়






















