Panchayat: কাজ করেছেন আলিয়া ভট্টের সঙ্গে, এখন বহু চেষ্টা করেও কাজ পাচ্ছেন না 'পঞ্চায়েত' খ্যাত এই অভিনেতা!
Durgesh Kumar: সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে দুর্গেশ কুমার বলেছেন, 'কাজ পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। মানুষ পঞ্চায়েত -এর সাফল্যটাই দেখে কেবল'

কলকাতা: 'দেখ রাহে হো বিনোদ...' বা 'এ ভুটকুন.. দো কাপ চায়ে লা...' গোটা দেশ যদি এই সংলাপ শোনে, তাহলে একজনের মুখই মনে পড়ে। পঞ্চায়েত (Panchayat) সিরিজের ভূষণ। যাকে নাকি গোটা গ্রাম বিরক্ত হয়ে নাম দিয়েছিল 'বনরাক্ষস'। ফুলেরা গ্রামের এই চরিত্রটিকে যে অভিনেতা জীবন্ত করে তুলেছেন, তাঁর নাম হয়তো অনেকেই এখনও জানেন না। ভূষণ নামেই তিনি পরিচিত। কিন্তু এই অভিনেতার অভিনয়ের সঙ্গে যোগ কেবল এই 'পঞ্চায়েত' নয়। এর আগেও একাধিক সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হল 'হাইওয়ে' (Highway)। এই অভিনেতার আসল নাম, দুর্গেশ কুমার (Durgesh Kumar)। পঞ্চায়েত-এ যাঁর অভিনয় এত প্রশংসিত হয়েছে, সেই দুর্গেশ কুমারই এখন নাকি কাজ পাচ্ছেন না!
সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে দুর্গেশ কুমার বলেছেন, 'কাজ পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। মানুষ পঞ্চায়েত -এর সাফল্যটাই দেখে কেবল। কিন্তু এর পিছনে আসল সত্যিটা হচ্ছে, ইন্ডাস্ট্রিতে ১২ বছর থাকার পরেও আমার কাজ পেতে সমস্যা হচ্ছে! গত দেড় বছরে আমার কাছে অন্তত অডিশন দেওয়ার জন্যও কোনও বড় প্রযোজনা সংস্থার কাছ থেকে একটাও ফোন আসেনি। সাধারণত ছোট ছোট প্রযোজকেরা আমায় নিয়ে কাজ করতে চাইছেন। মনে হয় ওঁরাই খালি আমার প্রতিভাকে বুঝতে পারছেন। গোটা ইন্ডাস্ট্রি এখন জানে আমি কী পারি। তবুও, আমি এখনও কাস্টিং পরিচালকদের পিছনে ছুটে বেড়াচ্ছি অন্তত একটা অডিশনে সুযোগ পাওয়ার জন্য।'
দুর্গেশ আরও বলছেন, ' হাইওয়ে পা পঞ্চায়েতের মতো ছবির পরেও কোনও বড় প্রযোজনা সংস্থা আমায় কোনও মুখ্যচরিত্রে কাজ দেয়নি। প্রত্যেকে আমায় চেনেন, আমার কাজ দেখেছেন। কিন্তু আমার কাছে কোনও অফার আসছে না। আমি কিন্তু ইতিমধ্যেই প্রচুর অডিশন দিয়ে ফেলেছি। কিন্তু কোনও সুযোগ পাচ্ছি না কোথাও।' দুর্গেশের প্রশ্ন, তাঁর অভিনয় প্রশংসিত হওয়ার পরেও, কেন তাঁকে বার বার অদেখা করা হচ্ছে? কেন কোনও চরিত্র তাঁর কাছে আসছে না? তিনি কি কোনও চরিত্রের জন্যই সঠিক নন? অভিনেতার কথায়, 'এটা ভীষণ অস্বস্তিকর। যে যে ছবিতে আমি কাজ করেছি, পুরস্কার পেয়েছি অথচ সমালোচকেরা আমার নাম লেখেন না। গত ২৫ বছর ধরে আমি এই ইন্ডাস্ট্রিতে রয়েছি। কিন্তু যে সম্মান আমার পাওয়ার কথা, তা পাইনি। যে দর্শকেরা আমার সিনেমা, সিরিজ দেখেছেন, আমায় ভালবেসেছেন, তাঁদের কাছে আমি নতশির।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
