Elvish Yadav: সাপের বিষ পাচার মামলায় ফের এলভিস যাদবকে তলব করল ED
Snake Venom Case: 'ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট'সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এলভিসের বিরুদ্ধে। 'নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট'-এও মামলা রুজু হয়েছে।
নয়াদিল্লি: সিদ্ধার্থ যাদব, ওরফে এলভিস যাদবকে (Elvish Yadav) ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি। ২৩ জুলাই, সাপের বিষ পাচারের (Snake Venom Case) সঙ্গে জড়িত আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর নিজের আয়োজন করা অনুষ্ঠানে সাপের বিষ মাদকে হিসেবে সেবনের জন্য দিতেন বলে অভিযোগ এলভিসের বিরুদ্ধে। বুধবার ফের তলবের বিষয়ে জানানো হয়েছে।
ফের এলভিস যাদবকে তলব করল ইডি
সেন্ট্রাল এজেন্সি গত মে মাসে এই মামলা দায়ের করে, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলায় পুলিশ কর্তৃক এলভিস যাদব এবং তাঁর সহকর্মীদের বিরুদ্ধে জমা দেওয়া এফআইআর এবং চার্জশিট পর্যালোচনা করার পরে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে মামলা রুজু হয়। ইডি-র এক উচ্চপদস্থ কর্মচারীর কথায়, ৮ জুলাই ইডি-র সামনে হাজিরা দিতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন এলভিস কারণ তিনি বিদেশে থাকবেন। সূত্রের খবর, তাঁকে পরে আসার অনুমতি দেওয়া হয়েছে যে তারিখটি হচ্ছে ২৩ জুলাই। সেই সঙ্গে তাঁর ওপর জারি হওয়া নিষেধাজ্ঞায় কিছু ছাড়ও দেওয়া হয়েছে।
'ওয়াইল্ডলাইফ প্রোটেকশন অ্যাক্ট'সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এলভিসের বিরুদ্ধে। ২৬ বছর বয়সী ইউটিউবারের বিরুদ্ধে 'নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট'-এও মামলা রুজু হয়েছে। পুলিশের থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী, এলভিস স্বীকার করে নিয়েছেন যে তিনি নিজের রেভ পার্টিতে সাপ ও সাপের বিষের আয়োজন করতেন। জিজ্ঞাসাবাদের মাধ্যমে তিনি এও স্বীকার করেছেন যে বছর খানেক আগে সাপের বিষ বিক্রির অপরাধে যাদের গ্রেফতার করা হয়, তাদেরও চিনতেন এলভিস।
আরও পড়ুন: Urvashi Rautela Hospitalised: শ্যুটিং করতে গিয়ে গুরুতর আহত, হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঊর্বশী রাউতেলা
৯টি সাপ, যার মধ্যে ৫টি কোবরা ও ২০ মিলিলিটার সাপের বিষ (মনে করা হচ্ছে) উদ্ধার করা হয়েছে রেভ পার্টি থেকে। কর্তৃপক্ষের দাবি, এলভিস যাদব এই গোটা সময় জুড়ে ব্যাঙ্কোয়েট হল থেকে অনুপস্থিত ছিলেন। নয়ডা পুলিশ এপ্রিল মাসে যে যে ধারায় মামলা দায়ের করেছিল, তাতে রেভ পার্টির আয়োজন, সাইকোঅ্যাকটিভ ড্রাগ ব্যবহার এবং সাপ পাচারের মতো বিষয়গুলি সহ ১২০০ পৃষ্ঠার অভিযোগ রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।