Emergency Teaser: এবার ইন্দিরা গাঁধীর ভূমিকায় কঙ্গনা রানাউত, প্রকাশ্যে 'ইমার্জেন্সি'র টিজার
Emergency Teaser Out: ছবির নাম 'ইমার্জেন্সি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও কঙ্গনা রানাউতের কাঁধে। প্রযোজকও তিনিই।
নয়াদিল্লি: ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) ভূমিকায় এবার কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তাঁর আগামী ছবি 'ইমার্জেন্সি'-র (Emergency) ফার্স্ট লুক টিজার (first look teaser) শেয়ার করলেন অভিনেত্রী নিজেই।
পর্দায় এবার 'জরুরি অবস্থা'
১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা (emergency)। এরপরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সূত্রের খবর, এর সঙ্গে 'অপারেশন ব্লু স্টার'-এর (Operation Blue Star) কাহিনিও তুলে ধরা হবে ছবিতে।
ছবির নাম 'ইমার্জেন্সি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। প্রযোজকও তিনিই।
এদিন টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'সেই মহিলাকে (Her) নিয়ে এলাম যাঁকে 'স্যর' (Sir) বলা হত। শ্যুট শুরু হল।'
View this post on Instagram
বৃহস্পতিবার, ছবির প্রথম লুক এল প্রকাশ্যে। ইন্দিরা গাঁধীর ভূমিকায় নজর কাড়লেন কঙ্গনা। 'মনিকর্ণিকা'র (Manikarnika) পরে এটি তাঁর পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি। 'ইমার্জেন্সি'র শ্যুটিং শুরু হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন: Laal Singh Chaddha: 'লাল সিং চাড্ডা'র শ্যুটিংয়ে হাঁটুতে চোট পেয়ে কী করেছিলেন আমির খান?