এক্সপ্লোর
'কঙ্গনাকে নিয়ে কোনও অভিযোগ নেই', আইনজীবী বিকাশ সিংহের এবার গলায় উল্টো সুর, অভিনেত্রীকে ধন্যবাদ জানালেন শ্বেতাও
সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুতের বাবার উকিল বিকাশ সিংহও কঙ্গনার দিকে আঙুল তুলে বলেন, যে যার নিজের উদ্দেশ্যে কথা বলে চলেছে।
!['কঙ্গনাকে নিয়ে কোনও অভিযোগ নেই', আইনজীবী বিকাশ সিংহের এবার গলায় উল্টো সুর, অভিনেত্রীকে ধন্যবাদ জানালেন শ্বেতাও entertainment: bollywood: sushants sister shweta singh came out in support of kangana 'কঙ্গনাকে নিয়ে কোনও অভিযোগ নেই', আইনজীবী বিকাশ সিংহের এবার গলায় উল্টো সুর, অভিনেত্রীকে ধন্যবাদ জানালেন শ্বেতাও](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/08/25205040/shweta-kangna.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলতে গেলে প্রথম বলিউডের স্বজনপোষণ ও শিবির-রাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন কঙ্গনাই। সুশান্তের আত্মহত্যার জন্য তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন বলিউডের প্রভাবশালীদের। অভিনেতার মৃত্যুর সিবিআই তদন্ত চেয়েছিলেন তিনিই। দীর্ঘ আইনি টানাপোড়েনের পর শীর্ষ আদালতের রায়ে এখন সুশান্তের মৃত্যু নিয়ে তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের হাতে বিষয়টি যাওয়াতেই কিছুটা স্বস্তি পেয়েছে অভিনেতার পরিবার। এরজন্য অভিনেত্রী কঙ্গনা রানাউতকে ধন্যবাদ জানিয়েছেন সুশান্তের দিদি শ্বেতা। সেই সঙ্গে সুশান্তের মৃত্যুর সঠিক বিচারের জন্য যাঁরা সোচ্চার হয়েছিলেন তাঁদের প্রত্যেককে সঙ্ঘবদ্ধ থাকার অনুরোধ করেছেন তিনি।
এরপরই কঙ্গনাও ট্যুইটারে জবাব দেন শ্বেতাকে। তাঁকে 'দিদি' সম্বোধন করে অভিনেত্রী ধন্যবাদ জানান। কঙ্গনা লেখেন, ''তাঁকে নিয়ে অনেক রটনা হয়। 'সন্দেহবাতিক' লোকেরা এমনটাই করে থাকেন। তবে সেইসব নস্যাত্ করার জন্য ধন্যবাদ।''
সম্প্রতি সুশান্ত সিংহ রাজপুতের বাবার উকিল বিকাশ সিংহও কঙ্গনার দিকে আঙুল তুলে বলেন, যে যার নিজের উদ্দেশ্যে কথা বলে চলেছে। আইনজীবী দাবি করেন, কঙ্গনা তাঁদের বিরুদ্ধেই কথা বলেছেন, যাঁদের সাথে ওঁর সমস্যা আছে। এই পরিস্থিতিতে সম্ভবত ড্যামেজ কন্ট্রোলেই নামেন সুশান্তের দিদি শ্বেতা সিংহ কীর্তি। তাঁর এই ট্যুইট দেখে তেমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। এই পরিস্থিতিতে সুর বদলে আইনজীবী বিকাশ সিংহেরও দাবি, কঙ্গনাকে নিয়ে তাঁদের কারও কোনও অভিযোগ নেই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)