Top Social Post: 'পাড়ার ছেলে' অরিজিতের দোল খেলা, 'হুবহু এক দেখতে' রাহা ও হালিমাকে? সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
স্কুটিতে চেপে 'পাড়ার ছেলে' রং মাখলেন কচিকাঁচাদের থেকে
সোমবার ছিল দোলপূর্ণিমা। রঙের উৎসবে নিজের মতো করেই মাততে দেখা গেল শিল্পীকে। জিয়াগঞ্জের রাস্তায় একেবারে চেনা ঢঙে, স্কুটিতে চেপে, 'পাড়ার ছেলে'র দেখা মিলল। পরনে সাদা পাজামা পাঞ্জাবী। পাড়ার লোকজনের সঙ্গে আড্ডা, আলাপচারিতা সারলেন। দূর থেকে তাঁকে আসতে দেখে পাড়ার কচিকাচারাও আবির নিয়ে তৈরি। কাছে আসতেই মুখে চোখে মাখিয়ে দেওয়া হল রং। তিনিও স্কুটি থামিয়ে হাসি মুখে মাখলেন আবির। খালি এক খুদে এরই মধ্যে বলে উঠল 'একটা সেলফি'। অরিজিতের মুখে তখন সেই আদুরে ধমকের সুর, 'না সেলফি না।' বারবার তাঁকে দেখে হতবাক হন তাঁর লক্ষ লক্ষ অনুরাগী, এতটা মাটির কাছাকাছি কী করে থাকতে পারেন এত বড় তারকা? ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
রণবীর-আলিয়ার কন্যার সঙ্গে আতিফের মেয়ের 'মিল' দেখে হতবাক নেটপাড়া
তারা তারকা-সন্তান। তাদের নিয়ে এমনিতেই অনুরাগীদের উৎসাহের অন্ত থাকে না। তার ওপর দুই খুদের মধ্যে প্রচুর মিল যদি খুঁজে পাওয়া যায় তাহলে তারা যে ভাইরাল হবেই তা বলাই বাহুল্য। তেমনই কাণ্ড হয়েছে রাহা (Raha Kapoor) ও হালিমার (Halima) ক্ষেত্রে। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল আলিয়া-রণবীরের (Ranbir Kapoor and Alia Bhatt) কন্যা ও আতিফ আসলামের (Atif Aslam) কন্যার ছবি। দুই শিশুকে নাকি 'হুবহু এক দেখতে', এমনই দাবি নেটিজেনদের। পাক গায়ক আতিফ আসলাম সম্প্রতি তাঁর একরত্তি কন্যা হালিমার ছবি প্রকাশ করেন। আর তার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল খুদে। সম্প্রতি হালিমার জন্মদিনে তার ছবি পোস্ট করেন গায়ক। আর খুব আকর্ষণীয়ভাবে অনুরাগীরা তার মুখের সঙ্গে মিল খুঁজে পেলেন খুদে রাহার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।