Top Social Post: নয়নতারার সিনেমার বিরুদ্ধে FIR, মলদ্বীপ ইস্যুতে সরব অমিতাভ, আজকের সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
বিপাকে নয়নতারার নতুন ছবি
দক্ষিণের 'লেডি সুপারস্টার' (Lady Superstar) নয়নতারা (Nayanthara) ও জয় (Jai) অভিনীত সাম্প্রতিক ছবি 'অন্নপূরণি' ('Annapoorani') ঘিরে বিতর্ক। অভিযোগ এই ছবি ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে এবং সেই সঙ্গে 'লাভ জিহাদ'-এর মতো বিষয়ের প্রচার করছে। এছাড়াও শ্রীরামকে নিয়ে 'বিতর্কিত মন্তব্য' করা হয়েছে বলেও অভিযোগ দর্শকের একাংশের। মুম্বইয়ে এই ছবির বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর (FIR)। অভিযোগকারীর নাম রমেশ সোলাঙ্কি। ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে দক্ষিণী তারকা নয়নতারার নতুন ছবি 'অন্নপূরণি'। এই সিনেমার বিরুদ্ধে FIR দায়ের করলেন মুম্বইয়ের এক ব্যক্তি। 'অন্নপূরণি: দ্য গডেস অফ ফুড' ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা ও জয়। এই ছবি আপাতত দেখা যাচ্ছে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে। পরিচালক নীলেশ কৃষ্ণার প্রথম ছবি এটি। রমেশ সোলাঙ্কি একটি বিবৃতি শেয়ার করেছেন এক্স হ্যান্ডলে এবং সেই সঙ্গে পুলিশে অভিযোগও দায়ের করেছেন। তাঁর অভিযোগ এই ছবি 'লাভ জিহাদের প্রচার' করেছে। তাঁর আরও দাবি এই ছবি 'হিন্দু ভাবাবেগে' আঘাত করেছে।
I have filed complain against #AntiHinduZee and #AntiHinduNetflix
— Ramesh Solanki🇮🇳 (@Rajput_Ramesh) January 6, 2024
At a time when the whole world is rejoicing in anticipation of the Pran Pratishtha of Bhagwan Shri Ram Mandir, this anti-Hindu film Annapoorani has been released on Netflix, produced by Zee Studios, Naad Sstudios… pic.twitter.com/zM0drX4LMR
'...আমাদের আত্মনির্ভরতাকে নষ্ট করবেন না!'
মলদ্বীপ ইস্যু নিয়ে সারা দেশ এখন উত্তাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi ) লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে ভারত ও মলদ্বীপের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে উঠেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফর নিয়ে মলদ্বীপের (Maldives) তিন মন্ত্রী কটাক্ষ করেন। এই বিদ্বেষমূলক মন্তব্যের জেরে ঝড় উঠেছে নেটপাড়ায়। সমাজমাধ্যমে ট্রেন্ডিং হয়েছে #BoycottMaldives হ্যাশট্যাগ। আর এরই মাঝে সুর চড়ালেন বিগ বি (Amitabh Bachchan)। প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের একটি টুইটকে কেন্দ্র করেই জবাব দেন অমিতাভ বচ্চন। এক্স হ্যান্ডলে অমিতাভ (Amitabh Bachchan) লেখেন, 'আমাদের নিজেদের দেশেই সবথেকে ভালো ঘোরার জায়গা রয়েছে। আমি নিজেও লাক্ষাদ্বীপ এবং আন্দামানে গিয়েছি। দারুণ অভূতপূর্ব জায়গা।...আমরা ভারত। আমরা আত্মনির্ভর। আর আমাদের আত্মনির্ভরতাকে হুমকি দেবেন না। জয় হিন্দ।' তিনি এর পাশাপাশি এও উল্লেখ করেন যে লাক্ষাদ্বীপ এবং আন্দামানের দ্বীপগুলির সমুদ্রদৈকত, নীল জলরাশি, সমুদ্রের নীচের পর্যটন অভিজ্ঞতা দুর্দান্ত। ফলে আন্দাজ করাই যায় প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) কটাক্ষের বিরোধিতা করেই খানিক সুর চড়িয়েছেন অমিতাভ এবং একইসঙ্গে দেশের পর্যটন কেন্দ্র নিয়ে গর্ব প্রকাশ করতেও দ্বিধাবোধ করেননি।
Viru paji .. this is so relevant and in the right spirit of our land .. our own are the very best .. I have been to Lakshadweep and Andamans and they are such astonishingly beautiful locations .. stunning waters beaches and the underwater experience is simply unbelievable ..
— Amitabh Bachchan (@SrBachchan) January 8, 2024
हम… https://t.co/NM400eJAbm
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।