Top Social Post: 'লক্ষ্যভ্রষ্ট' হয়ে সমালোচনার মুখে কঙ্গনা, একসঙ্গে শ্যুট শুরু রজনীকান্ত-অমিতাভের, আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
'লক্ষ্যভ্রষ্ট' কঙ্গনা, সমালোচনা ঝড় সোশ্যাল মিডিয়ায়
গত ৫০ বছরে এই প্রথমবার। দিল্লির বিখ্যাত লব কুশ রামলীলায় (Luv Kush Ramleela) দশেরা (Dashera) উপলক্ষে রাবণ দহন করতে প্রথম কোনও মহিলাকে ডাকা হয়। সেই সুযোগ পান বলিউডের 'ক্যুইন' (Queen) কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না অভিনেত্রী, হলেন লক্ষ্যভ্রষ্ট। মঙ্গলবার দিল্লির লালকেল্লায় লব কুশ রামলীলা অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কঙ্গনা রানাউত। দশেরা উপলক্ষে রাবণ দহন করার কথা ছিল অভিনেত্রীর। লাল শাড়ি পরে, মাথায় ফুল দিয়ে খোঁপা করে, সাবেকি সাজে অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন তিনি। অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। তির-ধনুক হাতে নিয়ে রাবণ দহনই নিয়ম। কিন্তু শেষ মুহূর্তে হল ছন্দপতন। 'মণিকর্ণিকা' অভিনেত্রী ধনুক হাতে তিনবারের চেষ্টাতেও লক্ষ্যে তির ছুড়তে পারলেন না। বারবার তা গিয়ে পড়ছিল অদূরেই। সেই ভিডিও হয়েছে ভাইরাল। এরপর রাবণের কুশপুত্তলিকা কমিটির অন্যান্যদের সহায়তায় জ্বালানো হয়। একইসঙ্গে আরও একটি খবর শোনা যায়, যে অনুষ্ঠান শুরুর আগেই নাকি রাবণের বিশাল কুশপুত্তলিকা পড়ে যায় মাটিতে। তাকে ফের দাঁড় করিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কঙ্গনাকে সেখানে দেখা যাচ্ছে তিনি ধনুক হাতে দাঁড়িয়ে রয়েছেন। আশেপাশে গণ্যমান্য ব্যক্তি ভর্তি। কীভাবে তির ছুড়বেন তাও শিখিয়ে দেওয়া হয় তাঁকে। তির ছোড়ার আগে 'জয় শ্রী রাম' ধ্বনি তুলতে শোনা যায় তাঁকে। তারপরেই অদূরে গিয়ে পড়ল তির। এই ভাইরাল ভিডিওয় নেটিজেনদের সমালোচনার ঝড়। কেউ কেউ লিখলেন, 'এটা দেখে আমিই অপ্রস্তুত'। অপর একজন লেখেন, 'এই নাকি নিজের ছবির সব স্টান্ট নিজেই করেন, তারপরেও এই অবস্থা?'
View this post on Instagram
এক ফ্রেমে দেখা মিলল রজনীকান্ত ও অমিতাভ বচ্চনের
৩৩ বছর পর, ফের একসঙ্গে কাজ করতে তৈরি বর্ষীয়ান তারকাদ্বয় রজনীকান্ত (Rajinikanth) ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। শ্যুটিং চলছে টি জে জ্ঞানাভেল (TJ Gnanavel) পরিচালিত ছবি 'থালাইভার ১৭০'-এর (Thalaivar 170)। ১৯৯১ সালে একসঙ্গে কাজ করেছিলেন এই জুটি, 'হম' ছবিতে। ফের তাঁরা কাজ শুরু করলেন বুধবার, একসঙ্গে। থালাইভা নিজের প্রোফাইলে পোস্টও করলেন একটি ছবি। সোশ্যাল মিডিয়ায় তাঁদের একসঙ্গে কাজের আপডেট শেয়ার করেন দুই তারকাই। ৭২ বছর বয়সী দক্ষিণী সুপারস্টার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন অমিতাভ বচ্চনের সঙ্গে। ক্যাপশনে লেখেন, '৩৩ বছর পর, আমি আবার কাজ করছি আমার মেন্টর, দুর্দান্ত, শ্রী অমিতাভ বচ্চনের সঙ্গে লাইকার আগামী 'থালাইভার ১৭০' ছবিতে পরিচালনায় টি জে জ্ঞানাভেল। আনন্দে আমার হৃদপিণ্ড দ্রুত হয়ে গেছে।' এর আগে নিজের ব্যক্তিগত ব্লগে পোস্ট করে বচ্চন লেখেন যে তিনি এই ছবির জন্য রজনীকান্তের সঙ্গে তাঁর প্রথম দৃশ্যের শ্যুট করতে চলেছেন। ৮১ বছর বয়সী অভিনেতা লেখেন, 'আজ থেকে নতুন একটি প্রজেক্ট শুরু হল, রজনীকান্ত জির সঙ্গে... কর্মক্ষেত্রে একসঙ্গে কাজ ফের, অনেক বছর পর সুযোগ এল...।' মেগাস্টারের বর্ণনায় রজনীকান্ত 'অসাধারণ মানুষ'। মার্চ মাসে 'থালাইভার ১৭০' ছবির নাম ঘোষণা করা হয় নির্মাতাদের তরফে। এটি থালাইভা অর্থাৎ রজনীকান্তের ১৭০তম ছবি। ফাহাদ ফাসিল, রানা ডগ্গুবতি, রিতিকা সিংহ, মঞ্জু ওয়ারিয়র, দুশারা বিজয়নকেও দেখা যাবে এই ছবিতে অভিনয় করতে।
After 33 years, I am working again with my mentor, the phenomenon, Shri Amitabh Bachchan in the upcoming Lyca’s "Thalaivar 170" directed by T.J Gnanavel. My heart is thumping with joy!@SrBachchan @LycaProductions @tjgnan#Thalaivar170 pic.twitter.com/RwzI7NXK4y
— Rajinikanth (@rajinikanth) October 25, 2023
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন