Top Social Post: কলকাতা পুলিশের পোস্টেও 'জওয়ান' ঝড়, অনীকের পরিবারে নতুন সদস্যের আগমন, আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
কলকাতা পুলিশের পোস্টেও 'জওয়ান' স্পর্শ, অভিনব উপায়ে সচেতনতার বার্তা
সাধারণ মানুষকে বিভিন্ন জরুরি বিষয়ে সতর্ক করার জন্য প্রায়ই অনন্য উপায় বের করে কলকাতা পুলিশ (Kolkata Police)। তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রায়ই মজার মজার মিম (meme) পোস্টের মাধ্যমে গুঢ় বার্তা দেন তারা। আর এখন গোটা দেশ যখন 'জওয়ান' (Jawan) জ্বরে কাবু, তখন শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি দিয়ে পোস্ট পাওয়া তো স্বাভাবিকই। কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এমনই একটি পোস্টের দেখা মিলল সোমবার। প্রশংসায় ভরালেন অনুরাগীরাও। সোমবার তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে কিং খানের দুটো লুকের কোলাজ পোস্ট করা হয়। বাঁদিকে বাইকে শাহরুখ খান। 'ডন' ছবির দৃশ্যে বাইকে সওয়ার কিং খানের মাথায় নেই হেলমেট। আর তার পাশের ছবিতে 'জওয়ান'-এর ব্যান্ডেজ বাঁধা লুক। দ্বিতীয় ছবিটি এখন সকলের খুব চেনা। কিন্তু ট্যুইস্ট অন্য জায়গায়। ছবির ওপরে লেখা, 'হেলমেট ছাড়া দেখালে তেজ 'জওয়ান'-এর কপালেও ব্যান্ডেজ!'
দ্বিতীয়বার বাবা হলেন অনীক ধর, কোলে এল পুত্র সন্তান
গায়ক অনীক ধরের (Aneek Dhar) স্ত্রী দেবলীনা জন্ম দিলেন পুত্র সন্তানের। সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করেন শিল্পী। একটিতে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন দেবলীনা, পাশে স্বামী অনীক ধর ও মেয়ে আদ্যা। পাশের 'বেবিকট'-এ শুয়ে সদ্যোজাত। পরের ছবিতেই ছেলের সঙ্গে পোজ দিলেন অনীক। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন, 'আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের বুক ভরা ভালবাসা ও প্রণাম জানাই। সবাই ভাল থাকবেন ও আমাদের জন্য প্রার্থনা করবেন। - অনীক ধর ও পরিবার।' শিল্পীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানান, বিক্রম চট্টোপাধ্যায়ও। এছাড়া অনীকের অজস্র অনুরাগীও জানিয়েছেন শুভেচ্ছা।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন