Top Social Post: প্লাস্টিক কুড়োলেন মিমি চক্রবর্তী! রুদ্রনীলের নিশানায় মমতা-সরকার, আজকের সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, খুঁজে নেওয়ার চেষ্টা করা যাক সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
মিমি সমুদ্রতট থেকে কুড়িয়ে আনলেন প্লাস্টিক-আবর্জনা! কেন?
গতকাল, অর্থাৎ ২২ এপ্রিল ছিল 'আর্থ ডে' (Earth Day)। বিশ্বকে সুস্থ করতে, আমাদের এই ধরিত্রীকে আরও খানিকটা বাসযোগ্য করে তুলতে, সচেতনতা বৃদ্ধিতে পালন করা হয় এই বিশেষ দিনের। কিন্তু কতটা সতর্ক হন সাধারণ মানুষ? প্রকৃতিকে নষ্ট করার পরিমাণ কি কমে? নাকি এই দিন পালনেই সীমাবদ্ধ থেকে যায় সতর্কতা। সেই বার্তাই এবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে ছড়িয়ে দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এদিন একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে মিমির পরনে একটি হলুদ মনোকিনি, তার ওপরে শ্রাগ। সমুদ্রের পাড় থেকে তাকে কুড়োতে দেখা গেল একগুচ্ছ প্লাস্টিকের বোতল, প্যাকেট। সেগুলি তুলে এনে একদিকে গোছ করে রাখলেন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে প্রশ্ন, 'মানুষ কী করে এরকম করতে পারে?' শুধু ভিডিওর মধ্যেই নয়, ক্যাপশনেও কটাক্ষ ছুড়েছেন নায়িকা। তিনি লেখেন, 'পৃথিবী বনাম প্লাস্টিক এবং এখনও আমরা বলি 'হ্যাপি' আর্থ ডে। এখনও খুব বেশি দেরি হয়নি, সতর্ক হয়ে নেওয়া কিছু সিদ্ধান্ত আমাদের সাহায্য করতে পারে প্রকৃতি মায়ের যে ক্ষতি করেছি তা ঠিক করতে। প্রকৃতি মা ক্ষমাশীল।'
View this post on Instagram
'সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল!' ফের আক্রমণে রুদ্রনীল
আগেও বহুবার। এবার ফের। কবিতার মাধ্যমেই তৃণমূলকে (TMC) ফের একবার নিশানা করলেন বিজেপি (BJP) নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একইভাবে সাদাকালো ফ্রেমে রেকর্ড করে পোস্ট করলেন তাঁর কবিতা। এবারের বিষয়ে উঠে এল নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতের রায় (Recruitment Scam)। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। ক্যাপশনে লিখলেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী'। ভিডিওয় লেখা, 'চাকরি বাতিল'। আবৃত্তির শুরুতেই তাঁকে বলতে শোনা গেল, 'নমস্কার মাননীয়া মুখ্যমন্ত্রী। মাননীয়া মুখ্যমন্ত্রী, শুনুন বলছি, কেমন আছেন? ভাল? তা রোদ্দুরে, না আদালতের রায়ে মুখটা কালো? মুখ্যমন্ত্রী সবার সামনে স্পষ্ট কারা গণতন্ত্রের কাতিল, কাদের লোভে আদালতে ২৫ হাজার চাকরি বাতিল। ২৫ হাজার চাকরি গেল এই আপনাদেরই লোভে। টাকা টাকা করে এবার পড়বেন মানুষের বিক্ষোভে। ভাসল ২৫ হাজার ছেলেমেয়ের লক্ষ পরিবার। হাত নিশপিশ করছে সবার, বলুন কাকে ধরিবার? অযোগ্যদের সাথে বাতিল যোগ্য চাকরি যত। আম আমড়া মিশিয়ে দিলেন আর এখন থতমত।' এভাবেই কবিতার ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভাকে দুষলেন রুদ্রনীল। এভাবেই কবিতার ছত্রে ছত্রে মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভাকে দুষলেন রুদ্রনীল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।