Top Social Post: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা নুসরতের, অ্যাকশন অবতারে ক্যাটরিনা, আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
ইজরায়েলে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা নুসরত ভারুচার
দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্টের মাধ্যমে ইজরায়েলে (Israel) নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)। কীভাবে যুদ্ধবিধ্বস্ত হঠাৎই আটকে পড়েন তিনি, জানিয়েছেন গোটা অভিজ্ঞতার কথা। মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ফিরে আসার পর প্রথম বিবৃতি দিলেন অভিনেত্রী নুসরত ভারুচা। ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে অভিনেত্রী বলেন, 'আমি কিছু মুহূর্ত নিয়ে প্রত্যেককে তাঁদের বার্তা, প্রার্থনা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি ফিরে এসেছি, আমি বাড়িতে, আমি সুরক্ষিত আছি, আমি ভাল আছি কিন্তু ঠিক দিন দুই আগে আমি হোটেলের ঘরে ঘুম থেকে উঠি বোমার আওয়াজে এবং চারিদিকে সাইরেনের আওয়াজ এবং সঙ্গে সঙ্গে আমাদের বেসমেন্টে নিয়ে যাওয়া হয় শেল্টারের জন্য। আমি কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হইনি। কিন্তু আজ, যখন আমি নিজের বাড়িতে ঘুম থেকে উঠলাম, চারিদিকে কোনও শব্দ নেই, এবং নিজে সুরক্ষিত ও সুস্থ, আমি আশ্বস্ত হচ্ছি এটা ভেবে যে আমরা কতটা সৌভাগ্যবান যে আমরা এই দেশে রয়েছি, আমরা সুরক্ষিত ও আমরা ভাল আছি।'
View this post on Instagram
অ্যাকশন অবতারে ফিরছে পর্দার জোয়া
আসছে 'টাইগার' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। আবারও জুটি বাঁধছেন সলমন খান ও ক্যাটরিনা কাইফ। দীপাবলির ছুটিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'টাইগার ৩'। বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এল স্পাই এজেন্ট জোয়ার লুক। আর দিন কয়েক পরই প্রকাশ্যে আসবে ছবির বহুপ্রতীক্ষিত ট্রেলার। ফের অ্যাকশন পোজে নজর কাড়লেন অভিনেত্রী। দড়ি ধরে ঝুলতে ঝুলতে পিস্তল দিয়ে শ্যুট করতে দেখা গেল তাঁর পোস্টারে। কালো চামড়ার জ্যাকেট ও প্যান্ট পরে, উঁচু করে পনিটেল বেঁধে পারফেক্ট ফাইটার। সলমন এই পোস্টার শেয়া করে ক্যাপশনে লেখেন, 'আগুনের সঙ্গে লড়াই আগুন দিয়েই, এই হল জোয়া।' অপেক্ষারত অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এই ছবি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল সলমন খানের পোস্ট।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন