Top Social Post: 'ডিপফেক' ফাঁদে সারা তেন্ডুলকর, ডেঙ্গি আক্রান্ত ভূমি পেডনেকর, আজকের 'সোশ্যালে সেরা'
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
'ডিপফেক' ফাঁদে সচিন-কন্যা
কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের কন্যা প্রায়ই সোশ্যাল মিডিয়া বা খবরের শিরোনামে থাকেন। তার মধ্যে সম্প্রতি তাঁর সঙ্গে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের প্রেমের চর্চা তুঙ্গে। টিম ইন্ডিয়ার বিশ্বকাপের ম্যাচগুলিতে তাঁর উপস্থিতি অনুরাগীদের আরও উত্তেজিত করেছে। ফের তিনি উঠে এলেন শিরোনামে। তবে এবার সেই কারণ খুব একটা সুখকর নয়। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে তিনি দাবি করেন 'এক্স'-এ কিছু এমন হ্যান্ডল তৈরি হয়েছে যারা ছদ্মবেশে নিজেদের সারা তেন্ডুলকর বলে দাবি করছে এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর 'ডিপফেক' ছবি ছড়িয়ে দিচ্ছে। একটি দীর্ঘ পোস্টে সারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তা ও কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লেখেন, এমন কিছু অ্যাকাউন্ট তৈরি হয়েছে যেগুলো সারার নামে নকল হ্যান্ডল। সম্প্রতি ইন্টারনেটের বাসিন্দাদের জন্য 'ডিপফেক' একটি বিপদ তৈরি করছে। এর জন্য কেবল সাধারণ মানুষ নন, চিন্তায় রয়েছেন তারকারাও। এর আগে 'ডিপফেক' ফাঁদে পড়েছিলেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা ও ক্যাটরিনা কাইফও। এদিন সোশ্যাল মিডিয়ায় সারা লেখেন, 'সোশ্যাল মিডিয়া আমাদের জন্য দারুণ একটি স্থান যেখানে আমরা আমাদের আনন্দ, দুঃখ বা রোজের কার্যকলাপ ভাগ করে নিতে পারি। যদিও প্রযুক্তির এই অপব্যবহার অত্যন্ত উদ্বেগজনক কারণ এতে ইন্টারনেটের সত্যতা থেকে অনেক দূরে নিয়ে যায়।'
হাসপাতালে ভর্তি অভিনেত্রী ভূমি পেডনেকর
ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ভূমি পেডনেকর (Actress Bhumi Pednekar )। বর্ষা চলে গেলেও গোটা দেশের একাধিক জায়গায় এখনও রাজত্ব চালাচ্ছে ডেঙ্গির জীবাণু বহনকারী মশা। টলি থেকে বলি কোথাও কামড় লাগাতে বাকি রাখেনি এই খলনায়ক মশাদের দল। এদিন ইন্সটায় ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ডেঙ্গির মশা আমাকে দীর্ঘ ৮ দিনের জন্য ধরাশায়ী করেছে। তবে আজকে ঘুম ভেঙে উঠে একটু স্বস্তি বোধ করছেন বলে জানিয়েছেন তিনি। ভূমির ভাষায়, 'ফিলিং লাইক অ্যা ওয়াও..'। পাশাপাশি তিনি অনুরাগীদের ডেঙ্গি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।