Top Social Post: সতীশ কৌশিকের শেষ ছবির ট্রেলার প্রকাশ, প্রেক্ষাগৃহে পুনরায় 'যব উই মেট', আজকের সোশ্যালে সেরা
Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
প্রকাশ্যে সতীশ কৌশিকের শেষ ছবি 'কাগজ ২'-এর ট্রেলার
প্রয়াত অভিনেতা সতীশ কৌশিকের (Satish Kaushik) শেষ ছবি 'কাগজ ২'-এর ট্রেলার ('Kaagaz 2' Trailer Out) এল প্রকাশ্যে। অভিনেতার ঝলমলে সিনেম্যাটিক সফরের সমাপ্তি ঘটবে এই ছবির হাত ধরে। তবে তা শুধু পর্দায়, শিল্পীর সৃষ্টি চিরকালই জীবিত থাকবে অনুরাগীদের মনে। ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড়। সতীশ কৌশিক অভিনীত এই ছবি খুব সাধারণ একটি প্রশ্ন ছুঁড়বে, আওয়াজ তুলবে রাজনৈতিক এক প্রথার ওপর। ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনুপম খের, দর্শন কুমার, নীনা গুপ্তা প্রমুখকে। ২০২১ সালে মুক্তি পাওয়া 'কাগজ'-এর সাফল্যের পর আসছে সিক্যুয়েল। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী। ১ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছবিটির। ভি কে প্রকাশ পরিচালিত, সতীশ কৌশিক, রতন জৈন, গণেশ জৈন প্রযোজিত 'কাগজ ২' সতীশ কৌশিক এন্টারটেনমেন্ট এল এল পি ও ভেনাস ওয়ার্ল্ডওয়াইড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের যৌথ প্রযোজনা।
View this post on Instagram
প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাবে 'যব উই মেট'
ইমতিয়াজ আলির (Imtiaz Ali) রোম্যান্টিক কমেডি (Romantic Comedy) ঘরানার ছবি 'যব উই মেট' (Jab We Met)। করিনা কপূর (Kareena Kapoor Khan) ও শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি যে কোনও বলিউড প্রেমীর 'প্রিয় ছবি'র তালিকায় রয়েছে নিঃসন্দেহে। শনিবার ছবির অনুরাগীদের আবার একবার এই ছবি নিয়ে সুখবর দিলেন বেবো। তিনি জানান প্রেম দিবসে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'যব উই মেট' (Re-Release)।নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন সুখবর দিলেন অভিনেত্রী করিনা কপূর। ছবির একাধিক দৃশ্যের একটি কোলাজ বানিয়ে তিনি ভিডিও পোস্ট করেন। সেখানেই জানা গেল, 'যব উই মেট' ফের মুক্তি পাবে সকল প্রেক্ষাগৃহে, আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে। যে ভিডিও অভিনেত্রী পোস্ট করেন, সেখানে ফিল্মে অভিনেত্রীর একাধিক স্মরণীয় সংলাপ ও মজার দৃশ্যের কোলাজ দেখা গেল। ছবিতে গীত চরিত্রে তাঁকে প্রচণ্ডই পছন্দ করেছিলেন দর্শক। তাঁর বিপরীতে অভিনয় করেন শাহিদ কপূর। চরিত্রের নাম আদিত্য কাশ্যপ। ভিডিও পোস্ট করে এদিন অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'কখনও পুরনো হয় না... বাই গড! ভ্যালেন্টাইন্স ফিল্ম ফেস্টিভ্যাল'।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।