Entertainment News: শাহিদ-মীরার আদুরে বিবাহবার্ষিকী, খরাজের জন্মদিন উদযাপন, আজকের 'সোশ্যালে সেরা'
Entertainment News Update: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।
কলকাতা: বর্তমানে প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয় সোশ্যাল মিডিয়াকে। ছবির টিজার, ট্রেলার থেকে শুরু করে নতুন ছবির খবর অথবা ছবি সম্পর্কে যে কোনও বড় ঘোষণা.. সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করতে পছন্দ করেন অনেক তারকা থেকে শুরু করে প্রযোজনা সংস্থাগুলিও! অন্যদিকে আবার,দিনভর সোশ্যাল মিডিয়ায় নিজেদের টুকরো টুকরো জীবনযাপনও ভাগ করে নিতে ভালবাসেন তারকারা। তা সে টলিউড হোক বা বলিউড... কেমন করে কাটছে ছুটির দিন, অথবা কোন দিনটায় ডায়েট ভুলে লোভনীয় খাবারে মজছেন তাঁরা, এই সবই তাঁরা ভাগ করে নিতে চান অনুরাগীদের সঙ্গে। প্রতিদিন, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। ছবি নিয়ে প্রচার হোক অথবা জন্মদিন উদযাপনের একান্ত ব্যক্তিগত মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
শাহিদ-মীরার বিয়ের জন্মদিন
২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। একজন ছিলেন রুপোলি পর্দার নায়ক আর অন্যজন সবে কলেজ শেষ করেছেন। সেই বিয়ে, সম্পর্ক.. পায়ে পায়ে পেরিয়ে গিয়েছে ৮ বছর। আজ শাহিদ কপূর (Shahid Kapoor) আর মীরা রাজপুতের (Meera Rajput) বিয়ের জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় স্বামীর উদ্দেশে কী লিখলেন মীরা? সোশ্যাল মিডিয়ায় আজ একটি ছবি পোস্ট করেছেন মীরা। সেই ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রের ধারে দাঁড়িয়ে শাহিদের গালে চুম্বন এঁকে দিচ্ছেন মীরা আর তাঁর পাশে, স্ত্রীকে আগলে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন শাহিদ। তাঁর মুখে হাসি। সমুদ্রসৈকতে জ্বলছে হলুদ আলো। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে মীরা লিখেছেন ,'আলো আমায় বাড়ির পথে নিয়ে যাবে... আর তুমিই আমার সেই বাড়ি। শুভ ৮ বছর প্রিয়।' অন্যদিকে, শাহিদও মীরার সঙ্গে চুম্বনরত একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'এক আকাশ তারার মধ্যে, আমি আমার মন তোমাকেই দিয়েছি। আমায় টুকরো টুকরো করে দিলে তুমি নিজের হৃদয়টাই পাবে। কিন্তু প্লিজ আমায় মেরে ফেল না। শুভ বিবাহবার্ষিকী আর চিরজন্মের স্ত্রী।'
View this post on Instagram
স্ত্রীর হাতে পায়েস খেয়ে জন্মদিন পালন খরাজের
আজ তাঁর জন্মদিন। ৬০ বছরে পা দিলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee)। পুরোদমে কাজ করে চলেছেন অভিনেতা। আজ তাঁর জন্মদিনে, জেনে নেওয়া যাক, অভিনেতাকে নিয়ে কিছু অজানা গল্প। ছোটপর্দা থেকে বড়পর্দা.. সব মাধ্যমেই অভিনয় করে মন জয় করেছেন খরাজ। তবে প্রথম জীবনে অভিনয় নয়, পেশা হিসেবে চাকরিই করতেন খরাজ। তাঁর বাবা কখনও চাননি, অভিনেতার সঙ্গে যুক্ত হন খরাজ। তবে বিয়ের পরে, নিজের মনেই ইচ্ছেকেই প্রাধান্য দিয়ে অভিনয়ে যোগ দেন খরাজ। চিনিয়ে দেন তাঁর জাত। কমেডি থেকে শুরু করে নেতিবাচক চরিত্র, সব চরিত্রেই দূরন্ত অভিনয় করে বারে বারে দর্শকদের মন জয় করেছেন খরাজ। আজ দিনটা বাড়িতেই খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল খরাজের। লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি ও পায়েস ছিল জন্মদিনের মেনুতে ছিল খরাজের। তাঁর জন্য এসেছিল ফুলের বোকেও। কেক কেটে নয়, একেবারে বাঙালি আয়োজনে জন্মদিন পালন করেছেন তিনি। এর মধ্যে একটি ছবিতে দেখা গেল, তাঁর গালে চুম্বন এঁকে দিচ্ছেন স্ত্রী।