‘নিজের গল্প বলার জন্য উদগ্রীব’, বায়োপিক সম্পর্কে মন্তব্য উচ্ছ্বসিত সানিয়া মির্জার
গত বছর খবরে প্রকাশ পেয়েছিল যে, রনি স্ক্রুওয়ালার প্রোডাকশন হাউস আরএসভিপি মুভিজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতা একমাত্র ভারতীয় মহিলা টেনিস তারকা।
নয়াদিল্লি: রূপোলি-পর্দায় নিজের জীবনের কাহিনী পেশ করতে উৎসাহিত টেনিস তারকা সানিয়া মির্জা। বর্তমানে নিজের বায়োপিকের জন্য বিভিন্ন প্রযোজক-পরিচালকদের সঙ্গে কথা বলছেন ভারতীয় টেনিসের এই গ্ল্যাম-গার্ল।
গত বছর খবরে প্রকাশ পেয়েছিল যে, রনি স্ক্রুওয়ালার প্রোডাকশন হাউস আরএসভিপি মুভিজের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতা একমাত্র ভারতীয় মহিলা টেনিস তারকা। নিজের ছবি সম্পর্কে সানিয়া বলেন, কয়েকজন পরিচালকের সঙ্গে বৈঠক করার জন্য আমি মুম্বইতে ছিলাম। তবে, এখন পুরোটাই প্রাথমিক পর্যায়ে। সানিয়া জানান, সারা জীবন তিনি নিজের শর্তে বেঁচেছেন। এখন তাঁর এই সফর সম্পর্কে অনুগামীদের কী প্রতিক্রিয়া হয়, তা জানার জন্য তিনি উৎসাহিত।
সানিয়া বলেন, যাঁরা আমার কেরিয়ারকে কাছ থেকে দেখেছেন, তাঁরা জানেন যে আমি মুক্তকণ্ঠে আমার নিজের ভাবনাকে প্রকাশ করে থাকি। আমি ভয় পাই না। আমি আমার গল্প বলব, আর মানুষ তা প্রত্যক্ষ করবেন-- এই ভাবনাটাই রোমাঞ্চকর। সানিয়ার মতে, ক্রীড়াবিদদের নিয়ে তৈরি যে কোনও ছবিই বিষয়বস্তু হিসেবে ভাল। কারণ, মানুষ সেই সংঘর্ষ ও কঠোর পরিশ্রমের সঙ্গে নিজেদের মেলাতে পারেন। তিনি বলেন, একজন ক্রীড়াবিদ হওয়ার জন্য যা কঠোর পরিশ্রম করতে হয়, তার সঙ্গে বহু মানুষ একাত্ম হতে পারেন। আমরা সকলেই পরিশ্রম করি। কিন্তু, যদি আপনি কোনও খেলার সঙ্গে জড়িত থাকেন, তাহলে আক্ষরিক অর্থে প্রচুর ঘাম ঝরাতে হয়। সকলেই চ্যাম্পিয়নকে ভালবাসেন।View this post on InstagramI woke up like this ???? Throwback to the @fablookmagazine cover shoot ????
সানিয়া যোগ করেন, আমার মত অনেকেই সামান্য পরিবার থেকে উঠে এসেছে। কোনও কিছু না হওয়া থেকে চ্যাম্পিয়ন হওয়া এবং দেশকে প্রতিনিধিত্ব করা -- আমার এই জীবনের সফর অনেকেই উপলব্ধি করতে পারবেন। সানিয়ার মতে, একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে তাঁর দায়িত্ব হল সমাজকে আরও ভাল করতে ভূমিকা পালন করা এবং মানুষকে সাহায্য করা।View this post on InstagramThat look you give when you see food coming towards you ???? ???? Jewellery- @vithaldasjewellers.h