এক্সপ্লোর
Advertisement
সদ্যোজাত যুভানের নামে সোশ্যাল মিডিয়ায় 'ফেক অ্যাকাউন্ট', কী বললেন রাজ চক্রবর্তী?
স্টার কিডদের ফ্যান পেজ তৈরি হওয়া তো বলিউডে বেশ সাধারণ ব্যাপার। ছোট থেকে করিনা-পুত্র তৈমুর, শাহরুখ পুত্র আব্রামের একাধিক ফ্যান পেজ আছে। আর এবার সেই তালিকায় যুক্ত হল টলিউডের রাজ-পুত্র যুভানের নাম।
কলকাতা: একরত্তি ছেলে। বয়স এখন সবেই ৪ দিন। এরই মধ্যেই সোশ্যাল মিডিয়ায় 'ফেক অ্যাকাউন্ট' রাজ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছেলে যুভানের। সেখান থেকে আপলোড হচ্ছে সদ্যোজাতর নানা ছবি। সকলে শুভেচ্ছাও জানাচ্ছেন সেই পেজে ঢুকে।
স্টার কিডদের ফ্যান পেজ তৈরি হওয়া তো বলিউডে বেশ সাধারণ ব্যাপার। ছোট থেকে করিনা-পুত্র তৈমুর, শাহরুখ পুত্র আব্রামের একাধিক ফ্যান পেজ আছে। আর এবার সেই তালিকায় যুক্ত হল টলিউডের রাজ-পুত্র যুভানের নাম। ১২ সেপ্টেম্বর যুভানের জন্মের পরই ফ্যান ক্লাব 'লাভ ফর যুভান' খোলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খোলা হয়েছে অ্যাকাউন্ট। সেখানে আপলোড হয়েছে কচি যুভানের নানারকম ছবি। অনেকেই অবশ্য জানতেন না এই অ্যাকাউন্টটি ফেক।
রাজের পরিচিত অনেকেই আবার ওই অ্যাকাউন্টে গিয়ে লিটল স্টারকে ভালবাসা জানায়। এই অ্যাকাউন্টের লিঙ্ক ঘুরে ফিরে পৌঁছায় রাজের কাছেও। তখন তিনিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, 'যুভান এখন অনেক ছোট। আমি অনুরোধ করছি ওর নামে প্লিজ ফেক অ্যাকাউন্ট খুলবেন না আর সকলকে অনুরোধ করছি প্লিজ এগুলোতে অংশ নেবেন না। ধন্যবাদ।
১২ সেপ্টেম্বর মা হন রাজ-ঘরণী শুভশ্রী। সেই খবর রাজ-শুভ দুজনেই সোশ্যাল মিডিয়ায় জানান পোস্ট করে। রাজ লেখেন, স্বপ্ন সত্যি হল। শুভশ্রী ও যুভান দুজনেই সুস্থ আছেন, জানিয়েছেন রাজ।
We are blessed with a baby boy!!
YUVAAN says “Hello” to you all ...#YuvaanChakraborty pic.twitter.com/DwQzw1EBQH
— subhashree ganguly (@subhashreesotwe) September 12, 2020
Dreams do come true.
Today we have been blessed with our new born child, YUVAAN, our baby boy. Mother and child both are safe and healthy. Please shower your blessings and love for our little one. #YuvaanChakrabarty pic.twitter.com/SeBPmLp5cr
— Raj chakraborty (@iamrajchoco) September 12, 2020
সম্প্রতি একের পর এক ঝঞ্ঝার মধ্য দিয়ে গেছে রাজের পরিবার। বাবার মৃত্যু, রাজের করোনা, সবমিলিয়ে বেশ প্রতিকূল ছিল পরিস্থিতি। সব শোক কাটিয়ে রাজ পরিবারে এখন খুশির হাওয়া।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement