Sudipta Chakraborty Marriage: বিয়ে করলেন 'ইষ্টি কুটুম'-এর 'বাহা', পাত্র কে?
Sudipta-Swarna Shekhar Marriage: দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে শুরু করলেন নতুন জীবন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের নানা ভিডিও শেয়ার করেছেন।
কলকাতা: বিয়ে করে ফেললেন জনপ্রিয় 'ইষ্টি কুটুম' (Ishti Kutum) ধারাবাহিকের 'বাহামণি সোরেন' (Bahamoni Soren)। ছোট পর্দার জনপ্রিয় এই ধারাবাহিকের দৌলতে তিনি ঘরে ঘরে পরিচিত মুখ। দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে শুরু করলেন নতুন জীবন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিয়ের নানা ভিডিও শেয়ার করেছেন।
দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে বিয়ে সারলেন 'বাহা'-
গত কিছুদিন ধরেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আসন্ন বিয়ের নানা প্রস্তুতি তুলে ধরছিলেন 'ইষ্টি কুটুম' ধারাবাহিকের 'বাহামণি সোরেন' সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)। আইবুড়োভাতের নানা ভিডিও পোস্ট করছিলেন। অবশেষে অপেক্ষার অবসান হল। সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। জীবনসঙ্গী করে নিলেন দীর্ঘ দিনের প্রেমিক স্বর্ণশেখর জোয়ারদারকে (Swarna Shekhar Joardar)। সদ্যই বিয়ে সেরেছেন তাঁরা। আর বিয়ে মিটতেই তার ভিডিও এল সামনে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিয়ের বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত তুলে ধরেছেন সুদীপ্তা। লাল রঙের বেনারসি এবং কনের সাজে তাঁর দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না।
আরও পড়ুন - Abir Chatterjee: এ কী চেহারা হয়েছে আবিরের! চেনাই দায়
অন্যদিকে, সুদীপ্তা চক্রবর্তীর সদ্য বিবাহিত স্বামীও অভিনয় জগতেরই। তিনি পার্থসারথী জোয়ারদারের পুত্র। নিজেও অভিনয় করেন। সঙ্গে সঙ্গীত জগতেরও। দুই তারকার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চোখ রাখলে একসঙ্গে কাটানো নানা মুহূর্ত চোখে পড়ে। সম্পর্ক নিয়ে যে তাঁরা কোনওদিনই রাখঢাক করেননি, তা সেখানে স্পষ্ট। নবদম্পতি সুদীপ্তা এবং স্বর্ণশেখরকে জীবনের নতুন অধ্যায়ের জন্য অনেক শুভেচ্ছা।
">
">