'Jonas Brothers' at Mumbai: দেশে প্রথমবার 'জোনাস ব্রাদার্স', 'জিজু' নিকের জন্য গলা ফাটাল ভারতীয় দর্শক
Nick Jonas: এদিনের অনুষ্ঠানে নিককে 'মান মেরি জান X আফটারলাইফ উইথ কিং' গানটি মঞ্চে পারফর্ম করতে শোনা যায়। গানের একটি অংশ হিন্দিতেই গেয়ে শোনান তিনি।
মুম্বই: তিনি গোটা দেশের বিদেশী 'জামাইবাবু' (Jiju)! ভারতে তাই প্রথমবার অনুষ্ঠান করতে এসে পেলেন উষ্ণ অভ্যর্থনা। ভারতীয় দর্শকের ভিড় চেঁচাল 'জিজু' (জামাইবাবু) বলে। কথা হচ্ছে নিক জোনাসের (Nick Jonas)। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন 'জোনাস ব্রাদার্স' (Jonas Brothers) ব্যান্ড প্রথমবার শো করল ভারতে। কিন্তু সেই ব্যান্ডের অন্যতম সদস্য নিকের সঙ্গে ভারতীয়দের তো 'আত্মীয়তা'র সম্পর্ক। গ্লোবাল তারকা প্রিয়ঙ্কা চোপড়ার (Priyanka Chopra) স্বামী তিনি। ফলে গোটা দর্শকমহল তাঁকে দেখেই চিৎকার জুড়ল 'জিজু' বলে।
ভারতে শো করল 'জোনাস ব্রাদার্স', মিলল উষ্ণ অভ্যর্থনা
শনিবার 'লোল্লাপালুজা মুম্বই কনসার্ট'-এ ভারতীয় অনুরাগীদের থেকে উষ্ণ অভ্যর্থনা পেল 'জোনাস ব্রাদার্স'। জো ও কেভিন জোনাসের সঙ্গে অনুষ্ঠান করতে হাজির হয়েছিলেন নিক। তাঁদের একসঙ্গে ব্যান্ড হিসেবে নাম 'জোনাস ব্রাদার্স'। ফেস্টিভ্যালের প্রথম দিনে মঞ্চে একের পর এক নিজেদের জনপ্রিয় গানের মেডলি গান তাঁরা। কেভিন নিজেই ভাই নিককে দর্শকের সঙ্গে 'জিজু' হিসেবে পরিচয় করিয়ে দেন, যার পরেই সকলে 'জিজু জিজু' বলে চিৎকার করতে থাকেন।
অন্যদিকে নিক তাঁর ছোট ভাই জোয়ের সঙ্গে ও দাদা ওরফে 'বড়ে পাপা' কেভিনের সঙ্গে শ্রোতাদের পরিচয় করিয়ে দেন, অর্থাৎ ওই নামেই কেভিনকে ডাকে নিক-প্রিয়ঙ্কার কন্যা মালতী মেরি। নিক যেই মাইক হাতে নেন, সঙ্গে সঙ্গে কেভিনকে বলতে শোনা যায়, 'জিজু, লেডিস অ্যান্ড জেন্টলম্যান'। হাসির রোল ওঠে শ্রোতাদের মধ্যে, আর তারপরেই চিৎকার। নিক এরপর বলেন, 'আমি তোমাদের প্রত্যেককে অত্যন্ত ভালবাসি, ধন্যবাদ।'
View this post on Instagram
এদিনের অনুষ্ঠানে নিককে 'মান মেরি জান X আফটারলাইফ উইথ কিং' গানটি মঞ্চে পারফর্ম করতে শোনা যায়। গানের একটি অংশ হিন্দিতেই গেয়ে শোনান তিনি। তিন ভাইয়ের ব্যান্ড স্টেজে ওঠার আগে দর্শকের উত্তেজনা আরও বাড়াতে প্রিয়ঙ্কা চোপড়া, রণবীর সিংহ অভিনীত 'দিল ধড়কনে দো' ছবির 'গল্লা গুড়িয়াঁ' গানটি শোনানো হয়। মঞ্চে উঠে মজা করে নিক বলেন, 'এই প্রথমবার আমরা ভারতে পারফর্ম করছি। যদিও 'সঙ্গীত'কে এর মধ্যে ধরা যাবে না।' ২০১৮ সালে প্রিয়ঙ্কার সঙ্গে বিয়ের আগে এলাহি আয়োজনে রীতিনীতি পালন করেছিলেন তাঁরা, ভারতেই, 'সঙ্গীত' তার মধ্যে অন্যতম।
নিজের দেশে স্বামীর প্রথম অনুষ্ঠান দেখতে উপস্থিত ছিলেন না প্রিয়ঙ্কা চোপড়া। তবে 'জোনাস ব্রাদার্স'-এর অনুষ্ঠান মিস করেননি অপর বলিউড অভিনেত্রী তাপসী পন্নু। একটি ভিডিও ক্লিপ শেয়ার করেন অভিনেত্রী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে, যেখানে নিককে পারফর্ম করতে দেখা যাচ্ছে। ক্যাপশনে লেখেন, 'জিজাজি স্টেজ পে হ্যায় (জামাইবাবু মঞ্চে রয়েছেন)।' অনুষ্ঠান শেষে ভারতীয় শ্রোতাদের কাছে আবারও ফেরার কথা দিয়ে যান নিক জোনাস।
আরও পড়ুন: Bobby Deol wishes 'Pariah': মুক্তির অপেক্ষায় 'পারিয়া', টিমকে শুভেচ্ছা জানালেন বলি তারকা ববি দেওল
২ দিন ব্যাপী এই ফেস্টিভ্যাল শুরু হয় শনিবার। 'জোনাস ব্রাদার্স' ছাড়াও এই ফেস্টিভ্যালে পারফর্ম করেন 'দ্য রঘু দীক্ষিত প্রজেক্ট', 'হোয়েন চায় মেট টোস্ট', আমেরিকান পপস্টার হ্যালসি, 'দ্য কর্ণ কাঞ্চন এক্সপিরিয়েন্স' প্রমুখ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।