এক্সপ্লোর
Advertisement
সুশান্তের পরিণতির জন্য সলমন, কর্ণকে কাঠগড়ায় তুলে পটনায় কুশপুতুল পোড়ালেন ভক্তরা, উচ্চ পর্যায়ের তদন্ত দাবি
লমন, কর্ণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ করেন, একটা চক্র চালান বলে অভিযোগ তুলে সুশান্তের মর্মান্তিক পরিণতির পিছনে তার ভূমিকা থাকতে পারে, এমন অনুমান প্রকাশ করেছেন তাঁরা।
কলকাতা: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যা বলিউডের অনেককে হতবাক করেছে। কেন মাত্র ৩৪ বছর বয়সেই তিনি নিজেকে শেষ করে দিলেন, ভেবে বিস্মিত তারা। এই সূত্রে তাঁর মানসিক অবসাদে ভোগার পিছনে পেশাগত প্রতিদ্বন্দ্বিতা, বলিউডে গোষ্ঠীবাজির কোনও ফ্যাক্টর ছিল কিনা, সেই প্রশ্নও উঠেছে। সুশান্তের ভক্তরা, নেটিজেনরা আঙুল তুলছেন সলমন খান, কর্ণ জোহর, আলিয়া ভট্টের দিকে। সলমন, কর্ণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ করেন, একটা চক্র চালান বলে অভিযোগ তুলে সুশান্তের মর্মান্তিক পরিণতির পিছনে তার ভূমিকা থাকতে পারে, এমন অনুমান প্রকাশ করেছেন তাঁরা। ট্যুইটারেটিরা এমনকী অভিনেতা কামাল আর খানের একটি পুরানো ট্যুইট শেয়ার করেছেন যাতে সলমন, কর্ণের ধর্মা প্রোডাকশন, যশরাজ ফিল্মস ও টি সিরিজ সুশান্তকে নিষিদ্ধ করেছে বলে অভিযোগ করেছিলেন কামাল।
সোস্যাল মিডিয়া ব্য়বহারকারীদের অভিযোগ, বুদ্ধিমত্তার অধিকারী, দক্ষ অভিনেতা সুশান্ত জীবনে খারাপ সময়ের মধ্যে পড়ে ভিতরে ভিতরে এতটাই ভেঙে পড়েছিলেন যে, বেঁচে থাকার অর্থ হারিয়ে আত্মহত্যার রাস্তা বেছে নিয়েছিলেন। আজ পটনায় সলমন, আলিয়া, কর্ণের ওপর ক্ষোভ উগরে স্লোগান দিয়ে দুজনের কুশপুতুল পোড়ান সুশান্তের ফ্যানরা। দাবি করেন, সুশান্তের কেন এমন হল, উচ্চ পর্যায়ের তদন্ত হোক। যাঁদের গায়ে ফিল্মি পরিবারের ছাপ্পা নেই, তাঁরা বলিউডে কল্কে পান না, টিঁকতেই দেওয়া হয় না। নেটিজেনরা আরও বলছেন, সুশান্তের গত ৬ মাসে সাতটার মধ্যে ৬টি ছবি হাতছাড়া হয়েছে। কর্ণ স্টারদের ছেলেমেয়েদের তুলে ধরেন, স্বজনপোষণ চালান।
কর্ণ অবশ্য সুশান্তের মৃত্যুর পর গভীর শোক প্রকাশ করে এক পোস্টে লেখেন, গত এক বছর সুশান্তের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি বলে তিনি নিজেকে এখন অপরাধী বলে মনে করছেন।
যদিও সোস্যাল মিডিয়ায় বলাবলি হচ্ছে, কর্ণের মুখে এক কথা, মনে আরেক, এটা নাটক!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement