Cartoon Network Shut Down: শেষ হচ্ছে ছোটবেলার বড় অধ্যায়? বন্ধ হয়ে যাচ্ছে 'কার্টুন নেটওয়ার্ক'? উদ্বেগে দর্শক-মহল
Cartoon Network: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (পূর্ববর্তী ট্যুইটার)-এ হঠাৎ করে ট্রেন্ডিং 'RIP Cartoon Network' (Trending Hashtag)। যা দেখে স্বাভাবিকভাবেই খুব বিচলিত দর্শক মহল। সত্যিটা কী?
নয়াদিল্লি: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (পূর্ববর্তী ট্যুইটার)-এ হঠাৎ করে ট্রেন্ডিং 'RIP Cartoon Network' (Trending Hashtag)। যা দেখে স্বাভাবিকভাবেই খুব বিচলিত দর্শক মহল। অনেকেই মনে করছেন এই চ্যানেল নাকি 'বন্ধ' হয়ে যাচ্ছে। 'অ্যানিমেশন ওয়ার্কার্স ইগনাইটেড' (Animation Workers Ignited) নামক একটি হ্যান্ডলে একটি ভিডিও বার্তা পোস্ট করা হয় 'কার্টুন নেটওয়ার্ক (Cartoon Network) মৃত?' ভাইরাল ভিডিওয় আরও বলা হয়েছে যে অ্যানিমেশন ব্যবসায় অন্যান্য স্টুডিওগুলি খুব বেশি পিছিয়ে নেই এবং ছাঁটাই প্রসঙ্গেও ইঙ্গিত করা হয়েছে।
বন্ধ হয়ে যাচ্ছে 'কার্টুন নেটওয়ার্ক'?
যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে যেন চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে 'কার্টুন নেটওয়ার্ক' প্রায় নেই বললেই চলে এবং বাকি স্টুডিওগুলি বিশেষ পিছিয়ে নেই। এই বিষয়ে বলা হয়েছে যে অ্যানিমেশন কর্মীরা বিপুল পরিমাণে কর্মহীন হয়ে যেতে পারেন। এবং এতে দাবি করা হয়েছে যে বিপুল সংখ্যক অ্যানিমেশন কর্মী প্রায় ১ বছর ধরে কর্মহীন।
ভিডিও যতই এগোতে থাকে, সেখানে উল্লেখ করা হয়, 'এই কথা ঠিক যে প্রথম যখন করোনার দাপট শুরু হয় অ্যানিমেশনে দূর থেকে (remotely) কাজ করা যেত। যার ফলে সেই সময়ে মনোরঞ্জনেক একমাত্র উপায় হয়ে দাঁড়ায় এটি যা বাধাহীনভাবে প্রোডাকশন চালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু স্টুডিওগুলি তাদের কীভাবে তার প্রতিদান দিল? প্রজেক্ট বাতিল করে, কাজ আউটসোর্স অর্থাৎ অন্য কাউকে দিয়ে করি, বা বিপুল পরিমাণে শিল্পী ছাঁটাই করে।'
কিন্তু এমন করার কারণ কী? কিছুই নয়, লোভ, দাবি ওই ভিডিওয়। 'খরচ কমিয়ে, কর্মী ছাঁটাই করে বড় বড় স্টুডিওগুলি তাদের আর্থিক অবস্থা দারুণ বোঝানোর চেষ্টা করে' বলে দাবি করা হয় ওই ভিডিওয় এবং সেই সঙ্গে এও উল্লেখ করা হয় যে এই সমস্ত লাভ অঙ্ক গোনেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এরপরেই পোস্টের মাধ্যমে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়। কীভাবে এই লাভের ফল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভোগ করে তা দেখেই ছাড়বে তারা! সাধারণ মানুষকে 'কথা ছড়িয়ে সাহায্য' করার ডাক দেওয়া হয়। সেখানেই বলা হয় যে দর্শক যদি তাঁদের পছন্দের কার্টুন নেটওয়ার্ক শোয়ের ব্যাপারে পোস্ট করেন, যেটা তাঁরা চান যে এখনও দেখা গেলে ভাল হত। সেই সঙ্গে '#RIPCartoonNetwork' হ্যাশট্যাগ দেওয়ার কথা ও এই পেজকে ট্যাগ করার কথা উল্লেখ করা হয়। অ্যানিমেশন শিল্প ও পেশা, দুইয়ের ওপরই আঘাত হানা হচ্ছে বলে দাবি 'দ্য অ্যানিমেশন গিল্ড'-এর, ফলে এটা তাদের বাঁচার উপায়। গোটা ভিডিওই তৈরি হয়েছে কার্টুন চরিত্রদের নিয়ে।
Cartoon Network is dead?!?!
— Animation Workers Ignited (@AWorkersIgnited) July 8, 2024
Spread the word about what’s at stake for animation!!! Post about your favorite Cartoon Network shows using #RIPCartoonNetwork
Active members of TAG can help by filling out your survey! Today (7/8) is the last day! pic.twitter.com/dHNMvA1q0A
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।