Shah Rukh Khan's Digital Debut: ফের ভাইরাল বিজ্ঞাপন, এবার কি ওটিটি প্ল্যাটফর্মে শাহরুখ খান?
এবার কি ডিজিট্যাল প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছেন কিং খান?
মুম্বই: বহু বলি তারকা যেমন অক্ষয় কুমার, সলমন খান ও সেফ আলি খান ইতিমধ্যেই জাঁকিয়ে বসেছেন ওটিটি প্ল্যাটফর্মে। কিন্তু এই ব্যাপারে বলিউডের কিং খান এখনও খাতাই খুলতে পারেননি। ডিজিট্যাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে এমন কোনও শো বা সিনেমা কোনও কিছুর ঘোষণাই করেননি তিনি। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ডিজনি প্লাস হটস্টারের 'Siway SRK' প্রোমো।
যদিও এখনও কোনও অফিশিয়াল ঘোষণা করেননি অভিনেতা শাহরুখ খান, তবে তাঁর ডিজিট্যাল ডেবিউ সম্পর্কে বহুবার বিভিন্ন রকমের ইঙ্গিত দিয়েছেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার একটি নতুন বিজ্ঞাপন পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে কিং খান তাঁর অ্যাসিস্ট্যান্টের ফোন বারান্দা থেকে ফেলে দিচ্ছেন। তবে সেটা কেন, জানতে বিজ্ঞাপনটা একবার দেখে নেওয়া উচিত।
View this post on Instagram
ভিডিওটি দেখে শাহরুখ অনুরাগীদের উচ্ছ্বাস এবং উৎসাহ তুঙ্গে। পোস্টের কমেন্ট বক্স ভরে গেছে অনুরাগীদের মন্তব্যে। বেশিরভাগই ডিজনি প্লাস হটস্টার কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন যাতে শাহরুখের ডিজিট্যাল ডেবিউর ঘোষণা তাঁরা শীঘ্রই করেন।
কিং খানকে শেষ পর্দায় দেখা গিয়েছিল ২০১৮ সালে 'জিরো' ছবিতে। বক্স অফিসে ছবিটি বিশেষ সাফল্য লাভ করতে পারেনি। এরপর তিনি যশ রাজ ফিল্মসের 'পাঠান' ছবির হাত ধরে ফিরছেন পর্দায়। ছবিটিতে দীপিকা পাড়ুকোন ও জন অ্যাব্রাহামও আছেন।