Brahmastra: রণবীর-আলিয়া নন, 'ব্রহ্মাস্ত্র' মুক্তির পর নেটিজেনদের মন জিতে নিলেন এই তারকা
Brahmastra Updates: ব্রহ্মাস্ত্র দেখার পর মুখ্য চরিত্রে অভিনয় করা রণবীর কপূর ও আলিয়া ভট্ট নন, নেটিজেনদের মন জিতে নিয়েছেন অন্য একজন তারকা।
মুম্বই: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আজ মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra)। রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ছিল অনেক। সেই কারণেই প্রথম দিনের জন্য উল্লেখযোগ্য সংখ্যায় টিকিট বিক্রি হয়ে গিয়েছিল আগেই। শুধু প্রথম দিনের জন্যই নয়। বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, প্রথম সপ্তাহান্তের জন্য প্রায় আড়াই লক্ষেরও বেশি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। তাই দর্শকদের প্রত্যাশা থেকে উত্তেজনাটা টের পাওয়া যাচ্ছিল আগেই। ছবি মুক্তি পাওয়ার তা দেখেই নেট দুনিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। বহু প্রতীক্ষিত 'ব্রহ্মাস্ত্র' দেখে কেমন লাগল, তা জানিয়েছেন তাঁরা। তবে, এই ছবি দেখার পর মুখ্য চরিত্রে অভিনয় করা রণবীর কপূর ও আলিয়া ভট্ট নন, নেটিজেনদের মন জিতে নিয়েছেন অন্য একজন তারকা। তিনি মৌনী রায় (Mouni Roy)।
'ব্রহ্মাস্ত্র' মুক্তির পর নেটিজেনদের মন জিতলেন মৌনী রায়-
এদিন 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাওয়ার পর ছবি দেখেই নেট দুনিয়ায় নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা। আর তাঁদের প্রতিক্রিয়ায় প্রশংসিত হচ্ছেন মৌনী রায়। এই ছবিতে তাঁকে দেখা গিয়েছে খলনায়িকার ভূমিকায়। ছবির প্রধান ভিলেন তিনিই। আর নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়া জুড়ে মৌনীকে প্রশংসিত করে ট্রেন্ড করছেন তাঁর অনুরাগীরা। এক নেটিজেন লিখেছেন, 'প্রশংসনীয় ট্যুইট মৌনী রায়ের জন্য। 'ব্রহ্মাস্ত্র' ছবিতে অসাধারণ অভিনয় করেছেন। তিনি একজন দারুণ অভিনেত্রী। মৌনী অসাধারণ।' আবার কেউ লিখেছেন, 'অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র'র আসল তারকা মৌনী রায়। যা অভিনয় করেছেন, এককথায় দুর্দান্ত। নিজের চরিত্রটিকে সঠিকভাবে ফুটিয়ে তুলেছেন। মৌনী পূরাণ বোঝেন। অস্ত্র বোঝেন। তার শক্তি বোঝেন। আর এটাই খুব জরুরি। এই প্রশংসার যোগ্য মৌনী।' কোনও নেটিজেন আবার লিখেছেন, 'দেখুন 'ব্রহ্মাস্ত্র'। উপভোগ করুন। ছবিতে ব্যবহার করা ভিএফএক্স দারুণ। ছবির গান থেকে অ্যাকশন দৃশ্য, সমস্তই নজরকাড়া। শিবার চরিত্রে রণবীর কপূর শো স্টিলার। আলিয়া ভট্টর পারফরম্যান্স অসাধারণ। আর মৌনী রায় দারুণ ভয়ঙ্কর।' 'ব্রহ্মাস্ত্র' ছবিতে মৌনী রায়ের চরিত্রর নাম জুনুন। এই ছবিতে তিনি প্রধান ভিলেন। কোনও নেট নাগরিক আবার মৌনী রায়কে তাঁরই অভিনীত 'নাগিন' ধারাবাহিকের চরিত্রের সঙ্গে তুলনা করেছেন।
আরও পড়ুন - Brahmastra Twitter Review: কেমন হল 'ব্রহ্মাস্ত্র'? কী প্রতিক্রিয়া নেটিজেনদের?
প্রসঙ্গত, 'ব্রহ্মাস্ত্র' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনী রায়। এছাড়া একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকে। হিন্দি ছাড়াও, তামিল, তেলুগু, মালায়লম, কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। বাস্তব জীবনে জুটি বাঁধলেও এতদিন পর্দায় একসঙ্গে দেখা যায়নি রণবীর - আলিয়াকে। 'ব্রহ্মাস্ত্র' দিয়েই তাঁরা প্রথমবার পর্দায় জুটি বাঁধলেন।