এক্সপ্লোর
Advertisement
‘বন্ধ করুন ওয়ার্কআউট ভিডিও শেয়ার...নইলে আনফলো করব’, করোনা আবহে তারকাদের কড়া বার্তা ফারহার
ট্যুইটার, ইনস্টাগ্রামে ফারহার কড়া বার্তা, ‘‘সব ‘সেলিব্রিটি’ ও ‘তারকা’দের কাছে আমার অনুরোধ আপনাদের ওয়ার্কআউট ভিডিও শেয়ার করা বন্ধ করুন।’’
মুম্বই: করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সময় থেকেই সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখার কথা বলছেন বিশেষজ্ঞরা। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার পর ২২ মার্চ জনতা কার্ফু পালনের ডাক দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা ভাবে লক ডাউন ঘোষণা হয়। এরপর ২৫ মার্চ থেকে সারা দেশে লক ডাউন শুরু হয়। ঠিক তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় হিড়িক পড়ে যায়, বাড়ি বসে কে কী করছেন তা শেয়ার করার। বেশির ভাগ বলিউড শিল্পীই ‘স্টে অ্যাট হোম’ পর্বের খুঁটিনাটি শেয়ার করতে শুরু করেন। কেউ বাড়িতে শরীরচর্চার ছবি শেয়ার করেন, কেউ আবার গল্পের বই পড়ার। কেউ আবার লোভনীয় খাবারে রসনাতৃপ্তির ছবি ভাগ করে নেন।
কিন্তু একেবারে স্রোতের বিপরীতে হেঁটেই এই ওয়ার্কআউট ভিডিও শেয়ার করার ট্রেন্ড্রের সমালোচনা করেছেন ফারহা খান।
একটি ভিডিও শেয়ার করে তিনি বলেন, এই সময় এইসব ছেড়ে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবার কথা।
ট্যুইটার, ইনস্টাগ্রামে ফারহার কড়া বার্তা, ‘‘সব ‘সেলিব্রিটি’ ও ‘তারকা’দের কাছে আমার অনুরোধ আপনাদের ওয়ার্কআউট ভিডিও শেয়ার করা বন্ধ করুন। আমি বুঝি, আপনারা ভাগ্যবান, এই গ্লোবাল প্যানডেমিকের সময় পৃথিবীতে নিজেদের ফিগার নিয়ে ভাবার থেকে দরকারি আর কিছু মনে হয় না আপনাদের।’’
তারপর ফারহার কটাক্ষ, ‘কিন্তু আমাদের কারও কারও, বেশিরভাগেরই, এই বিপদের সময় ভাবার মতো আরও বড় কিছু বিষয় আছে। তো দয়া করুন আমাদের। আপনাদের ওয়ার্কআউট ভিডিও বন্ধ করুন। যদি তা বন্ধ করতে না পারেন, কিছু মনে করবেন না, আমিই আপনাদের আনফলো করব’
এর আগে ক্যাটরিনা, আলিয়া থেকে জ্যাকলিন, অনিল কপূর, সকলেই নিজেদের ওয়ার্কআউট ভিডিও শেয়ার করেছেন হোম কোয়ারেন্টিন থাকার সময়।
ফারহার এই ভিডিও দেখে অভিনেত্রী তব্বু, পরিচালক জোয়া আখতার তারিফ করেছেন।
তবে কেউ কেউ আবার ফারহাকে একহাতও নিয়েছেন সোশ্যাল প্ল্যাটফর্মেই।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement