RG Kar News: আরজি কাণ্ডের পরিস্থিতির আঁচ ওপার বাংলাতেও, রাত দখল নিয়ে গান বাঁধলেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী সায়ান
Farzana Wahid Shayan on RG Kar Issue: তাঁর গানের আলাদা একটি আবেদন রয়েছে, ভাষা রয়েছে। সামাজিক পরিস্থিতি, রাজনীতি থেকে শুরু করে মানুষের চরিত্রের বিভিন্ন দিকই ধরা পড়ে সায়ানের গানে
![RG Kar News: আরজি কাণ্ডের পরিস্থিতির আঁচ ওপার বাংলাতেও, রাত দখল নিয়ে গান বাঁধলেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী সায়ান Farzana Wahid Shayan sang for RG Kar Issue from Bangladesh Entertainment News Tollywood RG Kar News: আরজি কাণ্ডের পরিস্থিতির আঁচ ওপার বাংলাতেও, রাত দখল নিয়ে গান বাঁধলেন বাংলাদেশের সঙ্গীতশিল্পী সায়ান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/21/eb0a0a67af75d239e9deeebe8785f85b172422106361949_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: যখন ওপার বাংলায় তোলপাড় ছিল পরিস্থিতি, তখন সরব হয়েছিল এই দেশ। আর এবার.. কলকাতার পাশে দাঁড়ানোর পালা। কলকাতার পরিস্থিতি, 'রাত দখল' নিয়ে গান বাঁধলেন ওপার বাংলার সঙ্গীতশিল্পী ফরজানা ওয়াজিদ সায়ান (Farzana Wahid Shayan)। ১৪ তারিখ গোটা শহর ডাক দিয়েছিল রাত দখলের। সেদিন শহর কলকাতা থেকে শুরু করে জেলা, রাস্তায় নেমেছিল হাজার হাজার মেয়েরা। পুরুষেরাও। রাত দখল কার্যত ঐতিহাসিক হয়ে রয়ে গিয়েছে। আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঢেউ ছড়িয়ে পড়েছে গোটা শহর কলকাতায়, জেলায় জেলায়, রাজ্যে, দেশের বাইরে। এমনকি বিদেশেও। আর এবার, আরজি করে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণ, মেয়েদের রাত দখলের অভিযান, সবকিছুকেই গানের সুরে বাঁধলেন সায়ান।
তাঁর গানের আলাদা একটি আবেদন রয়েছে, ভাষা রয়েছে। সামাজিক পরিস্থিতি, রাজনীতি থেকে শুরু করে মানুষের চরিত্রের বিভিন্ন দিকই ধরা পড়ে সায়ানের গানে। সদ্য বাংলাদেশের পরিস্থিতি, শেখ হাসিনার প্রসঙ্গও উঠে এসেছে তাঁর গানে। আর এবার সায়ানের গানে উঠে এল, আরজি করের নির্যাতিতার যন্ত্রণার কথা, লড়াইয়ের মাঠে মেয়েদের নামার কথা। রাত দখল করার কথা। এপার বাংলা থেকেও সায়ানের এই গান যথেষ্ট সমাদৃত হয়েছে। সায়ানের গানের কথায়... 'এই মেয়ে শোন এই রাত এই ভোর.. যতখানি পুরুষের ততখানি তোর।'
বর্তমানে আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ, প্রভাব পড়েছে বিদেশেও। শহর কলকাতায় এই আন্দোলনের আঁচ স্বভাবতই সবচেয়ে বেশি। প্রায় রোজই পথে নামছেন প্রতিবাদী সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট জনেরা। আরজি কর ঘটনার জন্য সদ্যঅ একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করেছিলেন টলিপাড়ার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা। সেই মিছিলে পা মিলিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল, সৌরসেনী মৈত্র, ইশা সাহা, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, শাশ্বত চট্টোপাধ্যায় ঋত্বিক চক্রবর্তী, বিশ্বনাথ বসু, কৌশিক সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, রেশমি সেন, পাওলি দাম, ফ্যাশন ডিজাইন অভিষেক রায়, রাজ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, ঋদ্ধি সেন সহ অন্যান্যরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)