Vicky Kaushal Birthday: ৩৪ পূরণ ভিকি কৌশলের, মিষ্টি পোস্টে শুভেচ্ছা বাবা-ভাইয়ের
Happy Birthday Vicky Kaushal: প্রসঙ্গত, সদ্য বিবাহিত ভিকি কৌশল আপাতত স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মার্কিন মুলুকে। বিয়ের পর দুই জনই ব্যস্ত হয়ে গিয়েছিলেন শ্যুটিং।
নয়াদিল্লি: জীবন খাতায় আরও এক অধ্যায় পূর্ণ করলেন বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা, হার্টথ্রবও। ২০১৫ সালে বলিউডে পা রাখা ভিকি এখন সকলের মনে বাস করছে। সৌজন্যে অবশ্যই তাঁর দুর্দান্ত অভিনয় ক্ষমতা। আর আজ তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভেচ্ছা জানালেন বাবা শ্যাম কৌশল (Sham Kaushal) ও ভাই সানি কৌশল (Sunny Kaushal)।
'পুত্তর'কে শুভেচ্ছা
বড় ছেলের জন্মদিনে একটি পুরনো ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন বলিউডের স্টান্ট মাস্টার শ্যাম কৌশল। প্রথম ছবিতে জোয়ান বয়সের শ্যাম কৌশল। কোলে খুদে ভিকি। আর তার পাশের ছবিতে বাবাকে ছাড়িয়ে গেছে সে। বর্তমান ও পুরনোর দুটি ছবি কোলাজ করে মিষ্টি ক্যাপশনে ছেলেকে ভালবাসা জানান তিনি। ক্যাপশনে লেখেন, 'পুত্তর (ছেলে), তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ভালবাসা ও আশীর্বাদ। তোমার মতো সন্তান পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। রব রাখা।'
View this post on Instagram
ভাইয়ের শুভেচ্ছা
অন্যদিকে দাদাকে শুভেচ্ছা জানালেন ভাই ও অভিনেতা সানি কৌশলও। ভিকির বিয়ের অনুষ্ঠানেরই একটি অদেখা ছবি পোস্ট করে সানি লেখেন 'জন্মদিনের শুভেচ্ছা মেরি জান'। দুই ভাইয়ের সম্পর্ক যে বেশ মজার তা তাঁদের পোস্ট দেখে আগেও বোঝা গিয়েছিল, আবারও স্পষ্ট হল।
View this post on Instagram
প্রসঙ্গত, সদ্য বিবাহিত ভিকি কৌশল আপাতত স্ত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে ছুটি কাটাচ্ছেন মার্কিন মুলুকে। বিয়ের পর দুই জনই ব্যস্ত হয়ে গিয়েছিলেন শ্যুটিং। এবার ছুটি পেতেই পাড়ি দিয়েছেন আমেরিকায়। একাধিক পোস্টও করছেন সেখান থেকে।
আরও পড়ুন: Happy Birthday Madhuri Dixit: মাধুরী দীক্ষিত অভিনীত যে গানগুলি আজও অনুরাগী মনে ঝড় তোলে